এক্সপ্লোর
Durand Cup 2023 Final: ডুরান্ড ফাইনালের আগে আত্মবিশ্বাসী কুয়াদ্রাত, ঠাসা সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ ফেরান্দোর
East Bengal vs Mohun Bagan Super Giant: ডুরান্ড কাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ২১ ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে ৯টি ম্যাচ। ৭ ম্যাচ জিতেছে মোহনবাগান।

ইস্টবেঙ্গল না মোহনবাগান, কার হাতে উঠবে খেতাব? (ছবি: ইস্টবেঙ্গল/মোহনবাগান এক্স)
1/10

রাত পোহালেই ডুরান্ড কাপের ফাইনাল। কলকাতা ডার্বির মাধ্যমে নির্ধারিত হলে ১৩২তম ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন।
2/10

বড় ম্যাচের আগের দিন ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, দুই দলই জমিয়ে কসরত করল।
3/10

দুই দলের সামনেই ১৭তম ডুরান্ড খেতাব জয়ের হাতছানি। ইস্টবেঙ্গল কাছে অপরাজিতভাবে খেতাব জয়ের সুযোগ।
4/10

ফাইনালে উঠার আশা ছিল না, তবে ফাইনালে পৌঁছতে পেরে গর্বিত লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত।
5/10

মোহনবাগানকে সমীহ করলেও, সবুজ মেরুন স্বল্প ব্যবধানেই শেষ চার ম্যাচ জিতেছে বলে পর্যবেক্ষণ কুয়াদ্রাতের।
6/10

অপরদিকে, সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দো কিন্তু ডুরান্ড কাপকে প্রাক মরশুম প্রস্তুতি হিসাবেই দেখছেন।
7/10

তবে মরশুমের শুরুতেই ট্রফি জিততে পারলে তিনি অবশ্যই খুশি হবেন বলে জানিয়েছেন স্প্যানিয়ার্ড।
8/10

গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরাজিত হতে হলেও, সেই ম্যাচ ও ফাইনাল সম্পূর্ণ ভিন্ন বলেই দাবি ফেরান্দোর।
9/10

গত ম্যাচের সময় তাঁদের নজর এএফসি কাপের গ্রুপ পর্বে পৌঁছনোর দিকেই ছিল বলে জানাচ্ছেন সবুজ মেরুন কোচ। ঠাসা সূচির জেরে দল নিজেদের ভুল ত্রুটিগুলি শুধরে নেওয়ার সুযোগ পাচ্ছে না বলেও ক্ষোভ জানান তিনি।
10/10

রবিবাসরীয় যুবভারতীতে ইস্টবেঙ্গল না মোহনবাগান, কোন দল শেষ হাসি হাসে, এবার সেটাই দেখার অপেক্ষা।
Published at : 02 Sep 2023 11:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
