এক্সপ্লোর
Ind vs Aus: মোহালির ঘাতক! হরভজন-শ্রীনাথদের পেরলেন শামি, সামনে শুধু কপিল
Mohammed Shami: আর ৮ উইকেট পেলেই কপিলকে স্পর্শ করবেন শামি। চলতি সিরিজেই যে সুযোগ রয়েছে বাংলার পেসারের সামনে।

Mohammed Shami - BCCI
1/10

ওয়ান ডে ক্রিকেটে জাতীয় দলের প্রথম একাদশে আচমকাই তিনি যেন ব্রাত্য হয়ে পড়েছিলেন। তবে শুক্রবার মোহালিতে মহম্মদ শামি (Mohammed Shami) দেখিয়ে দিলেন, ওয়ান ডে ক্রিকেটেও তিনি আগুন জ্বালতে পারেন বল হাতে।
2/10

শুক্রবার মোহালিতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্য়াচে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার (Ind vs Aus) ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন বাংলার পেসার।
3/10

অস্ট্রেলিয়াকে ২৭৬ রানে অল আউট করে দেওয়ার পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে শামি বললেন, 'নিজের এই পারফরম্যান্সে আমি খুব খুশি। সিরাজ়ের সঙ্গও আমি উপভোগ করি। সঠিক জায়গায় বল করাটা গুরুত্বপূর্ণ। সেটাই ছন্দ ঠিক করে দেয়। হ্যাঁ, মোহালিতে বেশ গরম। উইকেটে পেসারদের জন্য খুব বেশি সাহায্যও ছিল না। তাই একমাত্র বিকল্প ছিল ভাল লেংথে বল করে যাওয়া আর বৈচিত্রের মিশেল ঘটানো। প্রচেষ্টা করে উইকেট পেলে ভাল লাগে। এটা দলের পক্ষেও ভাল। নিজের আত্মবিশ্বাসের পক্ষেও ভাল।'
4/10

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আর ২ সপ্তাহ বাকি। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পেস আক্রমণে কোন ত্রয়ীকে দেখা যাবে? যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ়, শার্দুল ঠাকুর? নাকি বুমরা, সিরাজ়ের সঙ্গে মহম্মদ শামি (Mohammed Shami)?
5/10

প্রশ্নটা আরও জোরাল হয়ে উঠল মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের পর। যেখানে অস্ট্রেলিয়া ইনিংসকে তছনছ করে দিলেন শামি।
6/10

বাংলার পেসারের গতির আগুনের কোনও জবাব ছিল না অজ়ি ব্যাটারদের কাছে। শেষ পর্যন্ত শামির বোলিং পরিসংখ্যান দাঁড়াল ১০-১-৫১-৫।
7/10

ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকায় দু'নম্বরে উঠে এলেন শামি। অজ়িদের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে ৩৭ উইকেট হয়ে গেল তাঁর।
8/10

শুক্রবার তিনি পেরিয়ে গেলেন হরভজন সিংহ, জাভাগাল শ্রীনাথ ও অজিত আগরকরকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে ৩২ উইকেট রয়েছেন ভাজ্জির। শ্রীনাথের রয়েছে ৩৩ উইকেট। আগরকরের রয়েছে ৩৬ উইকেট।
9/10

শামির সামনে এখন শুধু কিংবদন্তি কপিল দেব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে যাঁর ৪৫ উইকেট রয়েছে।
10/10

আর ৮ উইকেট পেলেই কপিলকে স্পর্শ করবেন শামি। চলতি সিরিজেই যে সুযোগ রয়েছে বাংলার পেসারের সামনে। ছবি - পিটিআই, বিসিসিআই
Published at : 22 Sep 2023 07:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
