এক্সপ্লোর
IND vs SA: কাজে এল না ঈশানের অর্ধশতরান, মিলার-ডুসেন ঝড়ে হার ভারতের

ভারতকে হারিয়ে দিল প্রোটিয়া বাহিনী (সব ছবি ইনস্টাগ্রাম)
1/10

ডি ককের উইকেট নেওয়ার পর সেলিব্রেশন অক্ষর পটেলের যদিও তা কাজে এল না।
2/10

ক্রমশ বিপজ্জ্বনক হয়ে ওঠা প্রিটোরিয়াসকে ফিরিয়ে দিয়েছিলেন হর্ষল পটেল। কিন্তু এদিন দলকে জেতাতে পারলেন না।
3/10

দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম আঘাত হানেন ভুবনেশ্বর কুমার। তিনি ফিরিয়ে দেন টেম্বা বাভুমাকে।
4/10

মারমুখি মেজাজে এদিন ব্যাট করলেন ডেভিড মিলার। ৩১ বলে অপরাজিত ৬৪ করেন তিনি।
5/10

রাসি ভ্যান ডার ডুসেনের ব্যাটও যেন শান দেওয়া তলোয়াড়। তিনিও ৪৬ বলে ৭৫ করে অপরাজিত থাকেন।
6/10

২ জনে মিলে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন। ম্যাচের পর একসঙ্গে মাঠ ছাড়লেন ২ প্রোটিয়া।
7/10

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৪ উইকেট হারিয়ে ২১১ রান বোর্ডে তুলে নেয়। ঈশান কিষাণ অর্ধশতরানের ইনিংস খেলেন।
8/10

নিজের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান ঈশান। ৪৮ বলে ৭৬ রান করেন এই বাঁহাতি।
9/10

শ্রেয়স আইয়ার ৩৬ রান করেন। হার্দিক পাণ্ড্য লোয়ার অর্ডারে নেমে ১২ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।
10/10

এই ম্যাচ হারের ফলে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল ভারতীয় দল।
Published at : 09 Jun 2022 11:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
