এক্সপ্লোর
Angelo Mathews: বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে আউট হয়ে ইতিহাসে নাম লেখালেন ম্যাথিউজ়
ODI World Cup:

Angelo Mathews
1/10

রাজধানীর বুকে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যে, হইচই পড়ে গিয়েছে রীতিমতো। ক্রিকেটবিশ্ব তোলপাড়।
2/10

চর্চার কেন্দ্রে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (BAN vs SL) ম্যাচের একটি ঘটনা।
3/10

ম্যাচে শাকিব আল হাসানদের (Shakib Al Hasan) আবেদন মেনে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ়কে (Angelo Mathews) টাইমড আউট ঘোষণা করেন আম্পায়ার। তারপরই হুলস্থূল।
4/10

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ম্যাথিউজ়ই প্রথম ক্রিকেটার, যিনি এই নিয়মে আউট হলেন। সেদিক থেকে দেখলে ইতিহাসে নাম লেখালেন ম্যাথিউজ়।
5/10

সোমবার ম্যাথিউজ় আউট হওয়ার পর অনেকেই জানতে চাইছেন, টাইমড আউট কী? কোন নিয়মে এভাবে আউট হন ব্যাটার?
6/10

এমসিসি-র ক্রিকেট ম্যানুয়ালের ৪০.১.১ অধ্যায়ে বলা হয়েছে, কোনও ব্যাটার যদি আউট হন বা আহত ও অবসৃত হন বা ক্রিজ ছাড়তে বাধ্য হন, তাহলে নতুন ব্যাটারকে উইকেট পড়ার তিন মিনিটের মধ্যে পরের বলটি খেলার জন্য একেবারে প্রস্তুত থাকতে হবে। তা না হলে টাইমড আউটের আবেদন করতে পারবেন ফিল্ডিং করা দলের ক্রিকেটারেরা।
7/10

এমসিসি ম্যানুয়ালের ৪০.১.২ অধ্যায়ে এ-ও বলা আছে যে, যদি এরকম পরিস্থিতিতে কোনও ব্যাটার না নামেন, তাহলে আম্পায়ার ১৬.৩ নিয়ম মেনে ফিল্ডিং দলকে একতরফাভাবে জয়ী ঘোষণা করতে পারেন।
8/10

তবে আইসিসি আয়োজিত বিশ্বকাপের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। তিন মিনিট নয়, এক্ষেত্রে ২ মিনিটের মধ্যে ব্যাটারকে ক্রিজে গিয়ে পরের বল খেলার জন্য তৈরি থাকতে হয়।
9/10

সোমবারের ঘটনাটি শ্রীলঙ্কা ইনিংসের ২৫তম ওভারের। বল করছিলেন শাকিব নিজেই। তাঁর ওভারের দ্বিতীয় বলে মাহমাদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদিরা সমরবিক্রমা। তারপর ক্রিজে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। কিন্তু তাঁর নামতে সামান্য দেরি হয়। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ২ মিনিটের মধ্যে ক্রিজে নামতে হবে। তা নাহলে টাইমড আউটের আবেদন করতে পারে ফিল্ডিং দল। কিন্তু সমরবিক্রমা আউট হওয়ার পর ম্যাথিউজ় সেই সময়ের মধ্যে নামেননি। ক্রিজে যাওয়ার আগেই তাঁকে অন্য একটি হেলমেট চাইতে দেখা যায়। যে কারণে টাইমড আউটের আবেদন করেন শাকিব-সহ বাংলাদেশের ক্রিকেটারেরা। আম্পায়াররা নিয়ম মেনে আউটের আবেদনে সাড়া দেন। আউট হয়ে যান ম্যাথিউজ়।
10/10

ম্যাথিউজ়কে দেখা যায়, আম্পায়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছেন। তিনি দেরির কারণ ব্যাখ্যা করেন। জানান যে, হেলমেটের স্ট্র্যাপ আচমকা ছিঁড়ে যাওয়ায় তিনি অন্য হেলমেট চেয়েছিলেন। তিনি আম্পায়ারদের, এমনকী শাকিবকেও অনুরোধ করেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার। কিন্তু নিয়ম মানতে বাধ্য তাঁরা, জানিয়ে দেন আম্পায়াররা। আর শাকিবও জানিয়ে দেন যে, তাঁরা আউটের আবেদন থেকে সরে আসবেন না। কোনও বল না খেলেই শূন্য রানে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় ম্যাথিউজ়কে।
Published at : 06 Nov 2023 06:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
