Road Accident Death: স্কুটার উল্টে রাস্তায় যুবক, ডাম্পারের চাকায় আটকে গেল দেহ, পালানোর চেষ্টা চালকের, অল্পের জন্য রক্ষা স্ত্রী-সন্তানের
Madhyamgram Road Accident: পর পর এমন দুর্ঘটনায় আতঙ্কিত সাধারণ যাত্রীরা।

সমীরণ পাল, মধ্যমগ্রাম: আবারও ভয়ঙ্কর পথ দুর্ঘটনা যশোর রোডে। স্কুটারে চেপে যাওয়ার সময় ডাম্পারে ধাক্কা। দুর্ঘটনাগ্রস্ত হল একটি পরিবার। দুর্ঘটনার পর ছিটকে রাস্তায় পড়লেন মা ও শিশু। মহিলার স্বামী ছিটকে পড়লেন আর একদিকে। ওই মহিলা ও শিশুটি প্রাণে বেঁচে গেলেও, মারা গিয়েছেন যুবক। একটি ডাম্পারের চাকায় তাঁর দেহ আটকে যায়। সেই অবস্থায় প্রায় ৩০০ মিটার রাস্তা পেরিয়ে যায় ডাম্পারটি। পর পর এমন দুর্ঘটনায় আতঙ্কিত সাধারণ যাত্রীরা। (Road Accident Death)
মধ্যমগ্রাম জ়ুডিও মলের কাছে, যশোর রোডের উপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এক যুবক, তাঁর স্ত্রী ও শিশুসন্তান স্কুটারে চেপে যাচ্ছিলেন। বারাসাত থেকে মধ্যমগ্রামের দিকে আসছিলেন তাঁরা। সেই সময় রাস্তায় তাঁদের পাশ দিয়ে যাচ্ছিল একটি ডাম্পার। কোনও ভাবে ওই ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে স্কুটারটির। তাতেই আর স্কুটারের নিয়ন্ত্রণ রাখতে পারেননি ওই যুবক। রাস্তায় ছিটকে পড়েন সকলে। (Madhyamgram Road Accident)
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহিলা ও শিশুটি স্কুটারের বাঁ দিকে ছিটকে পড়েন। আহত হলেও প্রাণে বেঁচে যান তাঁরা কিন্তু স্কুটারের চালক ওই যুবক ডান দিকে পড়েন। এর ফলে পিছন থেকে আসা একটি ডাম্পার তাঁকে চাপা দেয়। শুধু চাপা দেওয়াই নয়, ডাম্পারের চাকায় ওই যুবকের দেহ আটকে যায়। সেই অবস্থায় প্রায় ৩০০ মিটার দূরত্ব ছুটে চলে ডাম্পারটি। রাস্তার দু'পাশ থেকে মানুষজন ছুটে এসে ডাম্পারটিকে থামানোর চেষ্টা করলেও, চালক দাঁড়াননি। তিনি পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাম্পারটিকে ওই অবস্থায় চালিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। শেষ পর্যন্ত মধ্যমগ্রাম ট্রাফিক পুলিশ সেটিকে আটক করে। এর পর ওই মহিলা ও শিশুকে উদ্ধার করে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাম্পারের চাকা থেকে যুবকের দেহটি উদ্ধার করে পাঠানো হয় বারাসাত হাসপাতালে। সেখানে ময়নাতদন্ত হবে দেহটির।
গত কয়েক দিনে এই নিয়ে পর পর দুর্ঘটনা ঘটল যশোর রোডে। প্রশাসনের তরফে যাত্রী নিরাপত্তায় একাধিক পদক্ষেপ করা হলেও, দুর্ঘটনা যেভাবে বেড়ে চলেছে, তাতে প্রশ্ন এড়ানো যাচ্ছে না। পাশাপাশি, প্রশাসনের তরফে বার বার সতর্ক করা হলেও, গতি নিয়ন্ত্রণ নিয়ে চালকরা কেউ ভাবিত নন বলেও উঠছে অভিযোগ। যশোর রোডে পর পর এমন দুর্ঘনায় আতঙ্কিত সাধারণ যাত্রীরা। রাস্তায় বেরোলে, প্রাণ নিয়ে বাড়ি ফেরা দায় হয়ে উঠেছে বলে মত তাঁদের অনেকেরই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
