এক্সপ্লোর
Ranji Trophy 2022-23: ইডেনে বাংলা-হিমাচলপ্রদেশ ম্যাচের শেষ দিন কি থ্রিলারের অপেক্ষা?
Eden Gardens: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) পরপর দুই ম্যাচে সরাসরি জয়ের হাতছানি বাংলার। শুক্রবার আর ৯ উইকেট তুলতে পারলেই হিমাচল প্রদেশকে সরাসরি হারাবেন মনোজ তিওয়ারিরা।

Manoj Tiwari Sudip Gharami
1/10

রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) পরপর দুই ম্যাচে সরাসরি জয়ের হাতছানি বাংলার। শুক্রবার আর ৯ উইকেট তুলতে পারলেই হিমাচল প্রদেশকে সরাসরি হারাবেন মনোজ তিওয়ারিরা।
2/10

এখনও ৩৯২ রানে এগিয়ে বাংলা। শুক্রবারই ম্যাচের শেষ দিন। বাংলার বোলারদের ওপরই এখন নির্ভর করছে ৬ পয়েন্টের স্বপ্ন।
3/10

বুধবার দ্বিতীয় ইনিংসে ৮৯/১ স্কোরে খেলা শেষ করেছিল বাংলা। বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে ২৯১/৫ তুলে ডিক্লেয়ার করে বাংলা।
4/10

যে ইনিংসের মধ্যমণি সুদীপ ঘরামি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৬৬ বলে ১০১ রানের ঝকঝকে ইনিংস খেলেন।
5/10

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ বছরের ডানহাতি ব্যাটারের দ্বিতীয় সেঞ্চুরি। তাঁকে যোগ্য সঙ্গত করেন মনোজ তিওয়ারি। অভিমন্যু ঈশ্বরণ জাতীয় টেস্ট দলে ডাক পাওয়ায় যিনি এই মরসুমে বাংলা দলকে নেতৃত্ব দিচ্ছেন।
6/10

আর ব্যাট হাতে রয়েছেন দুরন্ত ফর্মে। বৃহস্পতিবারও ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন মনোজ। ৮৩ বলে ৫০ রান করলেন মনোজ।
7/10

চতুর্থ উইকেটে সুদীপের সঙ্গে ১০৬ রান যোগ করেন মনোজ। তাঁদের পার্টনারশিপের পরই নিশ্চিত হয়ে যায় যে, আড়াইশো রান পেরিয়ে যাবে বাংলা। পাবে বড় রানের লিডও। প্রথম ইনিংসের নায়ক অনুষ্টুপ মজুমদার ৩৮ রান করেন। ১৮ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন শাহবাজ আমেদ। কার্যত ওয়ান ডে ক্রিকেটে ভঙ্গিতে খেলে ৭৪ ওভারে ২৯১/৫ তোলে বাংলা।
8/10

জবাবে ব্যাট করতে নেমে পাল্টা লড়াই করছে হিমাচল প্রদেশও। ইডেনের উইকেট তৃতীয় দিন ব্যাটিংয়ের পক্ষে সুবিধাজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই পিচে শুরুটা ভাল করে হিমাচল প্রদেশ। তবে ৫৫ বলে ১৪ রান করে রান আউট হয়ে যান ওপেনার রাঘব ধবন। ৪৫ রানে প্রথম উইকেট হারায় হিমাচল প্রদেশ।
9/10

দিনের শেষে তাদের স্কোর এক উইকেটে ৭৯ রান। ৬৬ বলে ৪৪ রান করে ক্রিজে আছেন প্রশান্ত চোপড়া। ৩০ বলে ১৭ রান করে অপরাজিত অঙ্কিত কলসি।
10/10

৪৭২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে হিমাচল প্রদেশ ম্যাচ বাঁচাতে পারে কি না, সেটাই এখন দেখার। এখনও ৩৯২ রানে এগিয়ে বাংলা। বাংলা শিবির মনে করছে, শেষ দিন প্রতিপক্ষকে অল আউট করার মতো যথেষ্ট রানের পুঁজি রয়েছে তাদের হাতে। ছবি - সিএবি
Published at : 23 Dec 2022 01:07 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
