এক্সপ্লোর
Ranji Trophy: শাহবাজের দাপটে কোণঠাসা হিমাচল প্রদেশ, ইডেনে সরাসরি জয়ের সামনে বাংলা

Bengal Cricket team
1/10

প্রথম দিন অনুষ্টুপ মজুমদারের (Anustup Majumdar) চওড়া ব্যাট দলকে বিপন্মুক্ত করেছিল। ইডেনে দ্বিতীয় দিন বল হাতে ভেল্কি দেখালেন শাহবাজ আমেদ।
2/10

সব মিলিয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের দ্বিতীয় দিনই বাংলা শিবিরে জয়ের স্বপ্ন।
3/10

৩১০/৯ স্কোরে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলা। ১৫৯ রান করে ক্রিজে ছিলেন অনুষ্টুপ। বুধবার দিনের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে যান অনুষ্টুপ। আগের দিনের স্কোরেই। বাংলাও আগের দিনের স্কোরেই প্রথম ইনিংস শেষ করে।
4/10

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে হিমাচল প্রদেশ। মাত্র ৫ রান করে ফিরে যান ওপেনার রাঘব ধবন। একমাত্র প্রশান্ত চোপড়া ৭১ রান করে পাল্টা লড়াই চালান।
5/10

শাহবাজ ৫ উইকেট নেন। ১৩ ওভারে মাত্র ৩২ রান খরচ করে। ১৩০ রানে অল আউট হয়ে যায় হিমাচল প্রদেশ। ৪৬.৫ ওভারে শেষ হয়ে যায় হিমাচল প্রদেশ।
6/10

২টি করে উইকেট ঈশান পোড়েল ও আকাশ দীপের। পেসার অলরাউন্ডার সায়নশেখর মণ্ডল ১ উইকেট নেন।
7/10

মন্দ আলোয় নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়।
8/10

প্রথম ইনিংসের নিরিখে ১৮০ রানে এগিয়ে থাকা বাংলা দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮৯ রান তুলেছে।
9/10

৪.৫ ওভারে বৈভব আরোরার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন অভিষেক দাস। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন তিনি।
10/10

কৌশিক ঘোষ ৬০ বলে ২১ রান করে অপরাজিত আছেন। তিনি ২টি চার মারেন। ৩৪ বলে ৩২ রান করে নট-আউট সুদীপ ঘরামি। তিনি ৫টি চার মারেন। বাংলার হাতে লিড রয়েছে ২৬৯ রানের। ছবি - সিএবি
Published at : 22 Dec 2022 12:55 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
