Jagadhatri Puja 2023:বেলুড় মঠের সারদাপীঠে মহাসমারোহে শুরু জগদ্ধাত্রী পুজো, নবমীতে পুজো সপ্তমী, অষ্টমীরও
Rituals Of Nabami: রীতি মেনে মহাসমারোহে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পুজো শুরু হয়েছে বেলুড় মঠের সারদাপীঠে। পূর্বাহ্নে পুজো দিয়ে সকাল ৬টা থেকেই শুরু হয় নবমীর অর্চনা।
ভাস্কর ঘোষ, হাওড়া: রীতি মেনে মহাসমারোহে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের (Jagadhatri Puja 2023) পুজো শুরু হয়েছে বেলুড় মঠের সারদাপীঠে (Belur Math Saradapitha)। পূর্বাহ্নে পুজো দিয়ে সকাল ৬টা থেকেই শুরু হয় নবমীর অর্চনা। দূর-দূরান্ত থেকে অগনিত ভক্তের সমাগম হতে চলেছে বেলুড় মঠে। থাকছে ভোগের আয়োজনও।
বিশদ...
সূর্যোদয় থেকে সূর্যাস্ত, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে নবমী তিথিতে সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো হয় সারদা পীঠে৷ নির্ঘণ্ট অনুযায়ী, এর পর মধ্যাহ্ন, তার পর অপরাহ্নের পুজো হবে। হবে হোমও। হবে হোম, আরতি এবং পুষ্পাঞ্জলিও। দেবী-আরাধনার জন্য এদিন ভোগের আয়োজন রয়েছে বেলুড় মঠের সারদাপীঠে। অগণিত ভক্তরা দেবী জগদ্ধাত্রীর আশীর্বাদ ও প্রসাদ নিতে আসবেন মঠে। গতকাল সন্ধেয় মায়ের আমন্ত্রণ ও অধিবাস হয়। পুজো উপলক্ষে প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। আগামীকাল মায়ের দর্পণ বিসর্জন।
জাঁকজমকে জগদ্ধাত্রী পুজো
দুর্গা নবমীর প্রায় মাসখানেক পর এই উৎসব পালিত হয়। এটি একটি চার দিনব্যাপী উত্সব যেখানে উত্সবটি পূর্ণ উত্সাহের সাথে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। জগদ্ধাত্রী পুজো কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী থেকে দশমী পর্যন্ত পালিত হয়। সারদাপীঠে নবমী তিথিতে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয়৷ সারাদিন চলে পুজো। ১৯৪১ সালে বেলুড়ের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল। প্রসঙ্গত, দেবী জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত। চন্দননগরে দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। কোথাও কোথাও সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো হয়। আবার কোথাও নবমীর দিনই তিনপ্রহরের পুজো সম্পন্ন হয়।
আর যেখানে পুজো...
বস্তুত, চন্দননগরে রীতিমতো জাঁকজমক করে জগদ্ধাত্রী পুজো হয়। এ বছর চন্দননগর হেলাপুকুরের থিম ছিল উৎসব। বাঙালি সারা বছর উৎসব পালন করে। এই উৎসবের দিনগুলো মানুষ যাতে খুব সুন্দর ভাবে সকলের সঙ্গে উপভোগ করতে পারেন, সেই ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে। চন্দননগর পালপাড়ার পুজোর আবার থিম ছিল তন্ত্র সাধনা। অন্যদিকে, মানকুন্ডুর মণ্ডপ সেজেছিল 'স্মৃতি,সত্তা,ভবিষ্যৎ' থিমে। বালি ও মাটি দিয়ে সেজেছে মণ্ডপ। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়। চন্দননগরের বাগবাজার সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোয় সাবেকি প্রতিমার ডাকের সাজ। জাঁকজমক সহকারে চলছে নবমীর পুজো। ১৮৯ বছরে পড়ল চন্দননগরের বাগবাজার সর্বজনীনের পুজো। এবারের থিম আভিজাত্য। কৃষ্ণনগরে আবার আরাধনা চলছে 'ছোট মা'-র।
আরও পড়ুন:খাবার খাওয়ার সময় এই ভুলেই ক্রুদ্ধ হন দেবী লক্ষ্মী, ঘরে আসে দারিদ্র্য