Afghanistan-Pakistan Cricket: ক্রিকেটের উন্নতিতে সহযোগিতা চান, ভারত সফরে আসছেন আফগান বোর্ডের নয়া চেয়ারম্যান
আফগানিস্তানে মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অবশ্য এখনও কোনও আশার আলো দেখা যাচ্ছে না।
কাবুল: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আজিজুল্লাহ ফজলি। দায়িত্ব নিয়েই তিনি এশিয়ার ক্রিকেটের শক্তিশালী দলগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে আলোচনা করার কথা জানিয়েছেন। প্রথমে পাকিস্তান, তারপর ভারত, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরশাহি সফরে যাচ্ছেন তিনি। এই দেশগুলির ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।
এ বিষয়ে ফজলি জানিয়েছেন, ‘সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যে সিরিজ হওয়ার কথা ছিল, সেটা আমরা আয়োজন করতে চাই। সে বিষয়েই আলোচনার জন্য পাকিস্তান সফরে যাচ্ছি। রামিজ রাজার সঙ্গে দেখা করে এই সিরিজের বিষয়ে আলোচনা করব। ২৫ সেপ্টেম্বর আমি পাকিস্তান সফরে যাচ্ছি। তারপর আমি ভারত, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি সফরে যাব। এই দেশগুলির ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলব।’
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আরও বলেছেন, ‘আফগান ক্রিকেটের উন্নতিই আমাদের লক্ষ্য। এ বিষয়ে অন্য দেশগুলির সহযোগিতা দরকার। সেই কারণেই আমি এই সফরে যাচ্ছি।’
তালিবানের দখলে আফগানিস্তান চলে যাওয়ার পর থেকেই রশিদ খানদের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তালিবানের পতাকা ব্যবহার করলে আফগানিস্তানকে টি-২০ বিশ্বকাপে খেলতে না-ও দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান ছাড়াও ভারত, বাংলাদেশের মতো দেশগুলির ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নত করার উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন ফজলি।
২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অঙ্গ হিসেবে শ্রীলঙ্কায় আফগানিস্তান-পাকিস্তানের তিন ম্যাচের একদিনের সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটারদের যাতায়াত এবং অন্যান্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা, শ্রীলঙ্কায় করোনা সংক্রমণের কারণে এই সিরিজ স্থগিত হয়ে যায়। এবার এই সিরিজ আয়োজন করতে চান ফজলি।
তালিবানের দখলে আফগানিস্তান যাওয়ার পর সেদেশে মহিলাদের ক্রিকেট নিয়ে ঘোরতর সংশয় দেখা দিয়েছে। আইসিসি-র নিয়ম অনুযায়ী, টেস্ট খেলতে গেলে সংশ্লিষ্ট দেশে মহিলা ক্রিকেট দল থাকতেই হবে। তালিবানের পক্ষ থেকে এখনও মহিলা ক্রিকেট দলের বিষয়ে অবস্থান স্পষ্ট করা হয়নি। তবে আফগান ক্রিকেট বোর্ডের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, মহিলাদের ক্রিকেট দল রাখার নিয়ম আবশ্যিক নয়।