Suryakumar Yadav: প্রোটিয়া সফরেই রোহিতের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ সূর্যকুমারের
Suryakumar Yadav And Rohit Sharma: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বেই সেই সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
মুম্বই: নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুটো দেশের বিরুদ্ধেই সিরিজ জিতেছেন। একটি ম্য়াচও হারেননি। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল (Indian Cricket Team)। সূর্যকুমার যাদবের নেতৃত্বেই সেই সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃতীয় স্থানে আছেন সূর্যকুমার। প্রোটিয়াদের বিরুদ্ধে ৭ ইনিংসে ৩৪৬ রান করেছেন এখনও পর্যন্ত এই ফর্ম্য়াটে। ৫৭.৬৬ গড়ে। আর মাত্র ৮৪ রান করলেই তালিকায় সবার ওপরে উঠে আসবেন তিনি। রোহিত শর্মা এখনও পর্যন্ত এই তালিকায় শীর্ষে আছেন। হিটম্য়ানকে ছুঁতে ৮৪ রান প্রয়োজন সূর্যকুমারের। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলে ৪২৯ রান করেছেন এখনও পর্যন্ত। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি ১৪ ইনিংসে ৩৯৪ রান করেছেন প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে।
৮ নভেম্বর থেকে শুরু হওয়া চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়়ের জন্য ভারতীয় দলের ১৫ জনের দলে সুযোগ পেলেন একাধিক নতুন মুখ। চোটের কারণে এই সিরিজ়ে রিয়ান পরাগ, ময়ঙ্ক যাদব ও শিবম দুবে, তরুণ ত্রয়ী খেলতে পারবেন না। সেই সুযোগে কেকেআরের হয়ে আইপিএল মাতানো রমনদীপ সিংহ এবং আরসিবির হয়ে বল হাতে নজরকাড়া বিজয়কুমার বিশাখ দলে ডাক পেয়েছেন।
গত টি-টোয়েন্টি সিরিজ়েই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলেন ময়ঙ্ক যাদব। আশা ছিল দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিং সহায়ক পরিবেশে ফের একবার দেখা যাবে তাঁকে। তবে এক সিরিজ় খেলার পরেই চোটের কবলে পরলেন তারকা ফাস্ট বোলার। সেই কারণেই তাঁকে এবং শিবম দুবেকে নির্বাচিত করা সম্ভব হয়নি।
অপরদিকে, রিয়ান পরাগের ক্ষেত্রে সমস্যাটা দীর্ঘমেয়াদি। ডান কাঁধের চোটে বহুদিন ধরেই ভুগছেন অসমের তরুণ অলরাউন্ডার। সেই চোট সারাতেই এবার বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে যাবেন রিয়ান। তাঁদের অনুপস্থিতিতেই রমনদীপদের জন্য জাতীয় দলের দরজা খুলে গেল। পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা রমনদীপ এবারের আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স দলের অঙ্গ ছিলেন। ব্য়াট, বল উভয়ই করার পাশাপাশি তিনি অনবদ্য ফিল্ডারও। বর্তমানে উদীয়মান টি-২০ এশিয়া কাপেও সুযোগ পেয়েছিলেন তিনি। সেই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই এবার এল জাতীয় দলে ডাক।