Indian Cricket Team: ভারতীয় দলে কেকেআরের তারকাকে দেখতে চান কিংবদন্তি গাওস্কর, জানালেন কারণও
Sunil Gavaskar: ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে কলকাতা নাইট রাইডার্সের এক তারকার অন্তর্ভুক্তি চেয়ে জোরাল সওয়াল করলেন কিংবদন্তি সুনীল গাওস্কর।
সিডনি: পারথে প্রথম টেস্ট জিতে বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) শুরুটা দুরন্তভাবে করেছিল ভারত। কিন্তু তারপরই ভাগ্যবদল। পরের তিন টেস্টের মধ্যে দুটিতে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ব্রিসবেন টেস্ট ড্র হলেও তাতে বড় ভূমিকা ছিল বৃষ্টির। সিডনিতে শেষ টেস্টে সিরিজ বাঁচানোর লড়াই ভারতের।
টিম ইন্ডিয়ার খারাপ সময়ে কাঠগড়ায় তোলা হচ্ছে দলের সবচেয়ে সিনিয়র দুই ব্যাটারকে। রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনই ছন্দে নেই। দুজনের মধ্যে কোহলি তবু সিরিজে একটি সেঞ্চুরি করেছেন। রোহিতের ব্যাটে রানের খরা। গোটা সিরিজে তাঁর সর্বোচ্চ রান? ১০! হিটম্যানকে নেতৃত্ব থেকে সরানোর দাবি ক্রমশ জোরাল হচ্ছে। এমনকী, কারও কারও মতে, প্রথম একাদশেই জায়গা হারিয়েছেন রোহিত। অনেকেই তাঁর অবসরের দাবি তুলছেন।
আর এই পরিস্থিতিতে বছরের পরের দিকে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে কলকাতা নাইট রাইডার্সের এক তারকার অন্তর্ভুক্তি চেয়ে জোরাল সওয়াল করলেন কিংবদন্তি সুনীল গাওস্কর। যিনি ভারতীয় দল থেকে বাদ পড়েছেন দীর্ঘদিন। তারপর থেকে আইপিএলে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করলেও জাতীয় দলের দরজা আর খোলেনি।
কে সেই ক্রিকেটার?
বেঙ্কটেশ আইয়ার। কলকাতা নাইট রাইডার্স দশ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে গত মরশুমে। যে জয়ের অন্যতম নায়ক বেঙ্কি। তাঁকেই এবার জাতীয় দলে দেখতে চান লিটল মাস্টার।
গাওস্করের মতে, ইংল্যান্ড সফরের কথা ভেবে এখন থেকেই বেঙ্কটেশ আইয়ারের দিকে নজর রাখা উচিত নির্বাচকদের। বাঁহাতি ব্যাটার বেঙ্কটেশ মিডিয়াম পেস বলও করতে পারেন। তাঁকে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে দেখছেন কিংবদন্তি। গাওস্কর বলেছেন, 'ভারতের উচিত বেঙ্কটেশ আইয়ারের দিকে নজর রাখা। বাঁ হাতে ব্যাটিংয়ের পাশাপাশি ওর ভাল অলরাউন্ডার হওয়ার মতো দক্ষতা রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আগে খেলেছে। তাই ইংল্যান্ড সফরের জন্য ভাল বিকল্প হতে পারে ও।'
আরও পড়ুন: ঘরে-বাইরে প্রতিপক্ষ ইংল্যান্ড, বাংলাদেশেও খেলতে যাবে টিম ইন্ডিয়া, ২০২৫ সালের পূর্ণাঙ্গ সূচি
ভারতের জার্সিতে অভিষেক হয়েছে বেঙ্কটেশের। দুটো একদিনের ম্যাচ এবং ৯টি টি-২০ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। কাউন্টিতে ল্যাঙ্কারশায়ারের হয়ে খেলেছেন। তাই ইংল্যান্ডের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে বেশ সড়গড়। তাঁকে নিলামের টেবিল থেকে এবার বিশাল অঙ্ক দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তাঁকে ইংল্যান্ড সফরের জন্য জাতীয় দলে দেখতে চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ক গাওস্কর।
আরও পড়ুন: প্রদীপ্ত-সায়নের দুরন্ত লড়াইয়ে বিজয় হাজারে ট্রফিতে রুদ্ধশ্বাস ম্যাচে কেরলকে হারাল বাংলা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।