Champions League: বায়ার্নকে ৪-১ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগে জয় ম্যান সিটি, লিভারপুলের
Barcelona vs Bayern Munich: চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) বিরাট জয় বার্সেলোনার। প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ম্যাচ জিতল স্পেনের বড় ক্লাব।
![Champions League: বায়ার্নকে ৪-১ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগে জয় ম্যান সিটি, লিভারপুলের Champions League Barcelona thrash Bayern Munich Manchester City and Inter Milan win Liverpool beat RB Leipzig Champions League: বায়ার্নকে ৪-১ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগে জয় ম্যান সিটি, লিভারপুলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/24/634ea455e7fbe9f4044c2a60b0297e01172973672689450_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্সেলোনা: চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) বিরাট জয় বার্সেলোনার। প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে (Barcelona vs Bayern Munich) বিধ্বস্ত করে ম্যাচ জিতল স্পেনের বড় ক্লাব। যে জয়ের নায়ক রাফিনহা (Raphinha)। ব্রাজিলের উইঙ্গার হ্যাটট্রিক করলেন। জার্মানির দলকে কার্যত দাঁড়াতেই দেয়নি স্পেনের ক্লাব। ক্যাম্প ন্যু-তে বার্সার জয়গান।
ম্যাচের প্রথম মিনিটে গোলের বন্যা শুরু রাফিনহার। এরপর হ্যারি কেন সমতা ফেরালেও ব্যবধান বাড়ান রবার্ট লেয়নডস্কি (Robert Lewandowski)। তারপর দ্বিতীয় ও তৃতীয় গোল রাফিনহার। সপ্তাহান্তে রয়েছে এল ক্লাসিকো। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে এই বড় জয় বাড়তি অক্সিজেন দেবে বার্সা শিবিরকে।
দুরন্ত ছন্দে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটিও। স্পার্টা প্রাগকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ইংল্যান্ডের ক্লাব (Manchester City vs Sparta Prague)। চ্যাম্পিয়ন্স লিগে গোলমেশিন তকমা ফের বজায় রাখলেন আর্লিং হালান্ড (Erling Haaland)। জোড়া গোল করলেন তিনি। এছাড়া গোল করেছেন ফিল ফডেন (Phil Foden), জন স্টোনস (John Stones) ও মাথিয়াস নুনেস (Matheus Nunes)। যে ম্যাচ শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির জয়ের ধারা অব্যাহতই রাখল না, ভেঙে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের টানা জয়ের রেকর্ড।
জার্মানিতে আর বি লাইপজিগকে ১-০ গোলে হারাল লিভারপুল। ডারউইন নানেজ়ের প্রথমার্ধের গোলে ম্যাচ জিতল লিভারপুল (Liverpool vs RB Leipzig)। নতুন ম্যানেজার আর্ন স্লটের আমলে মরশুমের ছটি অ্যাওয়ে ম্যাচ জিতে নজির গড়ল লিভারপুল। এর আগে কোনওদিন এক মরশুমে ছটি অ্যাওয়ে ম্যাচ জেতেনি ইংল্যান্ডের ক্লাব। প্রথম ১২ ম্যাচের মধ্যে ১১টি জিতল লিভারপুল।
স্যুইৎজ়ারল্যান্ডে নাটকীয় রাত কাটল ইন্টার মিলানের। মার্কাস থুরামের গোলে ইয়ং বয়েজ়কে ১-০ গোলে হারাল ইতালির চ্যাম্পিয়ন ইন্টার মিলান (Inter Milan vs Young Boys)। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ঘুরে দাঁড়াল সেল্টিক (Celtic)। বারগামোতে আতলান্তার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল তারা।
ফ্রান্সে ব্রেস্টের সঙ্গে ১-১ গোলে শেষ হল বায়ার লেভারকুসেনের ম্যাচ (Brest vs Bayer Leverkusen)। আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতল লিল। ফেনুর্ড ৩-১ গোলে হারাল বেনফিকাকে। আর বি সালজ়বার্গকে ২-০ গোলে হারাল ডায়নামো জাগ্রেব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)