Indian Football Team: পরপর ৬টি ফাইনাল ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল! কী বললেন সুনীলদের কোচ?
manolo marquez: বুধবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মলদ্বীপকে ৩-০-য় হারিয়ে ১৬ মাসের জয়ের খরা কাটায় ভারত।

নয়াদিল্লি: এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে মলদ্বীপের বিরুদ্ধে দাপুটে ৩-০-র জয় ভারতকে অনেক আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন ভারতীয় দলের হেড কোচ মানোলো মার্কেজ (manolo marquez)। তাঁর মতে, আগামী মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে এক কঠিন ম্যাচে নামতে চলেছে তাঁর দল। এই ম্যাচের আগে এই জয় প্রয়োজন ছিল তাঁদের। দলের পারফরম্যান্সেও খুশি মার্কেজ। তিনি মনে করেন, এই ম্যাচ প্রাপ্য ছিল দলের ফুটবলারদের।
বুধবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মলদ্বীপকে ৩-০-য় হারিয়ে ১৬ মাসের জয়ের খরা কাটায় ভারত। মার্কেজ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জয়ের মুখ দেখল তাঁর বাহিনী। আন্তর্জাতিক অবসর ভেঙে ফিরে আসা সুনীল ছেত্রী একটি গোল করে স্মরণীয় করে রাখেন ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তনকে।
জয়ের পর সাংবাদিক বৈঠকে স্প্যানিশ কোচ মার্কেজ বলেন, 'ম্যাচ জিতলে কার না ভাল লাগে? খেলা ভাল হোক বা না হোক, অনেকগুলো ম্যাচের পর জয় এলে তো ভাল লাগবেই। আমার মনে হয়, বাংলাদেশের বিরুদ্ধে আমরা জিতব। ৩-০ হলে তো ভালই। কিন্তু আমাদের জেতা উচিত। জানি, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা কঠিন। আমার কাছে কোনও ম্যাচই সহজ নয়। তবে শুধু আমাদের নয়, ওদের কাছেও ম্যাচটা কঠিন হতে চলেছে।'
বুধবার দাপুটে ফুটবল খেলে ফিফা ক্রমতালিকায় ১৬২ নম্বরে থাকা মলদ্বীপকে হারায় ভারত। তিনটি গোলই আসে হেড থেকে। দু’টি আসে কর্নার থেকে। প্রথমটি দেন রাহুল ভেকে এবং পরেরটি আসে লিস্টন কোলাসোর মাথা থেকে, যা ভারতের জার্সি গায়ে তাঁর প্রথম গোল। শেষ গোলটির ক্ষেত্রে সুনীলকে অ্যাসিস্ট করেন তিনি। ওপেন প্লে থেকে অসাধারণ গোল করেন সুনীল। সারা ম্যাচে ভারত যেখানে আটটি শট লক্ষ্যে রাখে, সেখানে প্রতিপক্ষকে একটির বেশি শট গোলে রাখতে দেয়নি তারা।
এই দাপুটে পারফরম্যান্সের পর এ রকম জয়ই প্রাপ্য ছিল তাদের, মনে করেন মার্কেজ। বলেন, 'এক বছরেরও বেশি সময় ভারতের জয় আসেনি, এটাই সবচেয়ে খারাপ ছিল। যা নিয়ে অনেক চর্চা হচ্ছিল। তবে ছেলেদের এই জয়টা প্রাপ্য ছিল। কেউ বলতে পারবে না, এই জয়টা আমাদের পাওয়া উচিত ছিল না। তবে হ্যাঁ, হয়তো আরও ভাল খেলতে পারতাম আমরা। কিন্তু এটাও ঠিক যে, ভাল না খেললে ৩-০-য় জেতা যায় না। এটা ভাল ফল।'
এই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস এখন পরপর কয়েকটি কঠিন ম্যাচে কাজে লাগবে বলে মনে করেন ভারতীয় কোচ। বলেন, 'জিতলে তো আত্মবিশ্বাস বাড়বেই। তবে আমাদের মাথায় রাখতে হবে, বাংলাদেশ ম্যাচটা কঠিন হবে। শুধু বাংলাদেশ নয়, হংকং, সিঙ্গাপুরের ম্যাচও কঠিন হবে। আমরা জানি, আমাদের সামনে এখন ছ’টি ফাইনাল। তার প্রথমটা খেলতে হবে আমাদের।' (সৌ: আইএসএল মিডিয়া)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
