Lamine Yamal: বার্সার কাছে চুক্তি পুনর্নবীকরনের দাবি, না মানলে পরবর্তী ক্লাবও ঠিক করে ফেলেছেন ইয়ামালের বাবা!
Barcelona: নিয়ম অনুযায়ী তিন বছরের বেশিদিনের চুক্তিতে কোনও ১৬ বছর বয়সি ফুটবলারকে সই করানো যায় না। সেই কারণেই বার্সেলোনার সঙ্গে ২০২৬ সাল পর্যন্তই চুক্তি রয়েছে ইয়ামালের।
বার্সেলোনা: লা মাসিয়ার অ্যাকাডেমি থেকে উঠে আসা ফের এক তরুণ তুর্কি ফুটবলবিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। ছিপছিপে চেহারা, খেলে উইংয়ে। অনেকটা লিওনেল মেসির মতোই। আসন্ন মরশুমে আবার তরুণ মেসির মতো কাতালান ক্লাবের ১৯ নম্বর জার্সি পরে খেলতেও দেখা যাবে তাকে। সে লামিন ইয়ামাল (Lamine Yamal)। ইউরোজয়ী স্পেন দলের তারকা। টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার। এই লামিন ইয়ামালের চুক্তি নিয়ে এখন শোরগোল।
উয়েফা ইউরোর মঞ্চে গোটা বিশ্ব মুগ্ধ হয়ে ইয়ামালের প্রতিভার সাক্ষী থেকেছিল। তাকে বার্সেলোনার (Barcelona) ভবিষ্যৎ বলে মনে করছেন। কিন্তু এই ইয়ামালেকে নিয়ে খানিক উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইয়ামালের মন্ত্রমুগ্ধকর ইউরো পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই তার মার্কেট দর আগের থেকে অনেকটাই বেড়েছে। খুব স্বাভাবিকভাবেই এমন এক প্রতিভাকে যে কোনও ক্লাবই তাদের দলে চাইবে। ঠিক সেই ঘটনাই যাতে না হয় এবং তাঁর প্রতিভা যাতে যোগ্য মূল্য পায়, সেই নিয়ে তৎপর তার এজেন্ট জর্জ মেন্ডেস। একাধিক রিপোর্ট অনুযায়ী সুপার এজেন্ট জর্জ নাকি বার্সালোনাকে ইয়ামালের চুক্তি উন্নত করার জন্য চাপ দিচ্ছেন। বিগত কয়েকদিনে দুরন্ত ইউরোর পর ইয়ামালের বাজারদর অনেকটাই বেড়েছে এবং মেন্ডেসের মতে নাকি তাঁর ক্লায়েন্ট ইতিমধ্যেই বার্সা ক্লাবের বর্তমান মুখ হয়ে উঠেছেন। এর সঙ্গে সামঞ্জস্য রেখেই ক্লাবকে ইয়ামালের জন্য উন্নত চুক্তি দেওয়ার কথা জানিয়েছেন জর্জ মেন্ডেস।
ইয়ামাল ইতিমধ্যেই নিজের ক্লাবের একাদশের নিয়মিত সদস্য। গত মরশুমে কাতালান ক্লাবের হয়ে সিংহভাগ ম্যাচই খেলেছেন তিনি। বার্সার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ইয়ামাল। অবশ্য নিয়ম অনুযায়ী একজন ১৬ বছর বয়সিকে তিন বছরের বেশি চুক্তিতে সই করানোও যায় না। সেই কারণেই তাঁর চুক্তির মেয়াদ এবং অঙ্ক, দুইই বেশ কম। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। সেই চুক্তির পুনর্নবীকরণ না হলে বার্সার জন্য বিপদ হলেও হতে পারে। খবর অনুযায়ী ছেলের চুক্তি না বাড়লে সে কোন ক্লাবে যেতে পারে, তা নাকি ইতিমধ্যেই ইয়ামালের বাবা ঠিক করে ফেলেছেন। শোনা যাচ্ছে মৌনির নাসরাউই চান তাঁর ছেলে বার্সা না হলে ম্যাঞ্চেস্টার সিটি বা প্যারিস সঁ জরমেঁর হয়ে খেলুক।
ম্যান সিটি এবং পিএসজি উভয়ই সাম্প্রতিক সময়ে বিরাট বিরাট অঙ্কে এবং বেতনের মাধ্যমে সই করিয়েছে। সদ্যই পিএসজি ছেড়ে বার্সার প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। পিএসজির তাই উইঙ্গারের প্রয়োজনও। ইয়ামালকে নাকি দল নিতেও আগ্রহী প্রাক্তন বার্সা তথা বর্তমান পিএসজি কোচ লুইস এনরিকে। সেই বিষয়টা নাকি বার্সা সভাপতি জোয়ান লাপোর্তাকে ইতিমধ্যেই জানিয়েছেন জর্জ মেন্ডেস। তবে বার্সার তরফে কিন্তু ইয়ামালকে ছাড়ার কোনওরকম কোনও ইচ্ছাই নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আসন্ন দিনে এই বিষয়টা আরও স্পষ্ট হবে বলে আশা করাই যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ইতিহাস! আন্তর্জাতিক 'টেনিস হল অফ ফেম'-এ জায়গা পেলেন লিয়েন্ডার পেজ়, অমৃতরাজ