Shakib Wearing Messi Jersey: মেসির জার্সি পরে অনুশীলনে শাকিব, ক্রিকেট ছেড়ে মাতলেন ফুটবলে
Shakib Al Hasan: ক্রিকেটের অনুশীলনে অনেক সময়ই গা গরম করার জন্য খেলোয়াড়রা ফুটবল খেলেন। এদিন শাকিবকেও অনুশীলনে আর্জেন্তিনার জার্সি পরে ফুটবল খেলতেই দেখা গেল।
![Shakib Wearing Messi Jersey: মেসির জার্সি পরে অনুশীলনে শাকিব, ক্রিকেট ছেড়ে মাতলেন ফুটবলে India vs Bangladesh: Shakib Al Hasan trains wearing Lionel Messi's Argentina jersey ahead of 2nd Test see pic Shakib Wearing Messi Jersey: মেসির জার্সি পরে অনুশীলনে শাকিব, ক্রিকেট ছেড়ে মাতলেন ফুটবলে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/656b0eb1db8c76c11c70db691d2a5f221671550595197507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঢাকা: ৩৬ বছর পর তৃতীয়বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা ফুটবল দল। অবশেষে স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির (Lionel Messi)। মেসির ট্রফি জয়ের গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই শুভেচ্ছার ঢল নেমে এসেছে। বাংলাদেশে আর্জেন্তিনা ও লিওনেল মেসিপ্রেম নিয়ে নতুন কিছু বলার নেই। গোটা বিশ্বকাপ জুড়েই আর্জেন্তিনার সংবাদমাধ্যম থেকে বিভিন্ন স্তরে বাংলাদেশের আর্জেন্তিনা প্রেম ধরা পড়েছে। এবার বাংলাদেশের ক্রিকেট অনুশীলনেও দেখা গেল আর্জেন্তিনা প্রেম।
মেসির জার্সিতে অনুশীলন
বাংলাদেশের টেস্ট অধিনায়ক তথা তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) লিওনেল মেসির জার্সি পরে অনুশীলনে দেখা গেল। ক্রিকেটের অনুশীলনে অনেক সময়ই গা গরম করার জন্য খেলোয়াড়রা ফুটবল খেলেন। এদিন শাকিবকেও অনুশীলনে আর্জেন্তিনার জার্সি পরে ফুটবল খেলতেই দেখা গেল। প্রসঙ্গত, শাকিব এর আগে নিজের পছন্দের ফুটবলার হিসাবে মেসিকেই বেছেছিলেন। তাই অনুশীলনে তাঁর মেসির জার্সি পরে মাঠে নামাটা কিন্তু খুব একটা বিস্ময়ের নয়।
ছিটকে গেলেন রোহিত
সম্ভাবনাই সত্যি হল। চোট পেয়ে ছিটকে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তিনি। রোহিতকে (Ro) আপাতত বিসিআই মেডিক্যাল টিমের (Medical Team) তত্ত্বাবধানে রয়েছেন তিনি। মেডিক্য়াল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে রোহিতের চোট সারতে আরও কিছুদিন সময় লাগবে। শুধু রোহিতই নন। চোটের জন্য ছিটকে গিয়েছেন পেসার নভদীপ সাইনিও (Navdeep Saini)। পেটের পেশির টানের জন্য় খেলতে পারবেন না এই তরুণ পেসার। আপাতত এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন সাইনি।
আগামী ২২ তারিখ থেকে ঢাকায় শুরু দ্বিতীয় টেস্ট। দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে ৫০ উইকেট দখল করার সুযোগ থাকছে অক্ষর পটেলের সামনে। গত বছর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল অক্ষরের। এখনও পর্যন্ত ৭টি টেস্টে খেলেছেন অক্ষর। মাত্র ১৩ গড়ে এখনও পর্যন্ত ৪৪ উইকেট তুলে নিয়েছেন গুজরাতের এই অলরাউন্ডার। এখনও পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন তালিকায় শীর্ষে। ৯ ম্যাচ খেলে ৫০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন তিনি।গত ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন চেতেশ্বর পূজারা। প্রায় ৫২ ইনিংস পর টেস্টে শতরান করেছেন ডানহাতি এই ব্য়াটার। ১৩০ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেছেন তিনি। আর ১৬ রান করলেই এই ফর্ম্যাটে ৭ হাজার রান পূরণ করবেন পূজারা। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসেও ৯০ রানের ইনিংস খেলেছিলেন পূজারা।
আরও পড়ুন: রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরলেন মেসিরা, আর্জেন্তিনায় একদিনের সরকারি ছুটি ঘোষণা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)