Deepak Hooda Cracking Six: হুডার ছক্কায় চোট পেলেন ইডেনের পুলিশকর্মী, ভাইরাল ভিডিও
IPL 2022: লক্ষ্য অসম্ভব না হলেও, কঠিন ছিল। প্রথমবার আইপিএল (IPL) মঞ্চে নেমেই কোয়ালিফায়ার টু-তে ওঠার জন্য লখনউ সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল ২০৮ রান।
কলকাতা: আইপিএলে মাঠে এসে গ্যালারি থেকে খেলা উপভোগ করাটাই স্বাভাবিক। কিন্তু সেই খেলাই যখন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। লখনউ বনাম আরসিবি ম্যাচে কলকাতার এক পুলিশকর্মী চোট পেলেন। লখনউয়ের দীপক হুডার পেল্লাই ছক্কা গ্য়ালারি আছড়ে পড়ছিল। সেই সময়ই চোট পেলেন সেই পুলিশকর্মী। যেই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://www.iplt20.com/video/46080/policeman-hurts-himself-trying-to-catch-a-hooda-maximum?tagNames=2022
আরসিবির দুরন্ত জয়
লক্ষ্য অসম্ভব না হলেও, কঠিন ছিল। প্রথমবার আইপিএল (IPL) মঞ্চে নেমেই কোয়ালিফায়ার টু-তে ওঠার জন্য লখনউ সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল ২০৮ রান। লড়াই করেও কঠিন কাজ হাসিল করতে পারলেন না কে এল রাহুলরা। ফলে ইডেন থেকেই বেজে গেল লখনউয়ের বিদায়ঘণ্টা। ১৪ রানে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালের টিকিট পেতে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিরা।
নায়ক রজত
কোহলি পারেননি। ইনিংস ওপেন করতে নেমে ২৪ বলে ২৫ রানে আউট হয়ে ফেরেন তিনি। কোহলির জন্য সাজানো মঞ্চে বুধবার দেখা গেল রজত-রাজ। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫৪ বলে ১১২ রান করে অপরাজিত রইলেন মধ্যপ্রদেশের ব্যাটার রজত পাতিদার (Rajat Patidar)। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন।
লখনউয়ের বোলাররা শুরুটা করেছিলেন ভাল। শুরুতেই ফাফ ডুপ্লেসিকে (০) ফিরিয়ে দেন মহসিন খান। অল্প রানে ফেরেন কোহলিও। তবে ক্যাচ ফেলে ম্যাচ বিপক্ষের হাতে সাজিয়ে দেন লখনউ ক্রিকেটারেরা। রজতেরও ক্যাচ পড়ে দুবার। যার মাসুলও গুনতে হল লখনউ শিবিরকে। আবেশ খান, রবি বিষ্ণোই, সকলেই প্রচুর রান খরচ করেছেন।
বিরাট রান না পেলেও তাঁকে ঘিরে উন্মাদনা ছিল দেখার মতো। ম্যাচের শেষ ওভারে বিরাটকে ছুঁতে মাঠে দর্শকও ঢুকে যায়। শেষ পর্যন্ত ইডেন থেকে সুখস্মৃতি নিয়েই ফিরছেন কোহলি।