KKR vs DC Preview: ইডেনে সৌরভ বনাম কেকেআরে ১২ বছর আগের স্মৃতি, ঝড়ের আগের স্তব্ধতা?
IPL 2024: সোমবারের ম্যাচে ইডেনের জনসমর্থনও দুভাগ হয়ে যেতে পারে। অন্তত হাওয়া বলছে, একদল কেকেআরকে সমর্থন জানাতে প্রস্তুত। অন্য দল ঘরের ছেলের দলের সাফল্য কামনা করবেন।
সন্দীপ সরকার, কলকাতা: ঠিক ১২ বছর আগে সেও ছিল গ্রীষ্মের এক দিন। ৫ মে, ২০১২। কলকাতার ক্রিকেটপ্রেমীরা সেদিন দু'ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদল দাঁড়িয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan) আর তাঁর কলকাতা নাইট রাইডার্সের (KKR) পাশে। অন্য দল ছিল পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার (Pune Warriors) সমর্থক। যে দলের নেতৃত্বে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যাঁকে নাকি নেতৃত্ব ছাড়তে বাধ্য করেছিল বাদশার কেকেআর। ইডেনে ৫ মে কেকেআর বনাম পুণে ম্যাচকে প্রতিশোধের মঞ্চ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। দল ছাপিয়ে উঠে এসেছিল দুই ব্যক্তির লড়াই। শাহরুখ বনাম সৌরভ দ্বৈরথ।
২০২৪ সালের এক প্রখর দাবদাহের দিন ফের সেই ১২ বছর আগের স্মৃতি যেন টাটকা হয়ে গেল। সোমবার, ২৯ এপ্রিল ইডেনে মুখোমুখি শাহরুখের কেকেআর ও দিল্লি ক্যাপিটালস (KKR vs DC)। যে দলের সর্বেসর্বা সৌরভ। পদের পোশাকি এক নাম অবশ্য রয়েছে। ডিরেক্টর অফ ক্রিকেট। দিল্লির দলের প্রধান কোচ রিকি পন্টিং। কিন্তু যে মাঠে খেলে সৌরভের বেড়ে ওঠা, সেই মাঠে পন্টিং কী করে প্রচারের আলো কেড়ে নিতে পারেন! যাবতীয় চর্চা তাই দাদাকে নিয়েই।
ঘটনাচক্রে, সৌরভ ও পন্টিং, দুজনই কেকেআরের প্রাক্তনী। রবিবার সন্ধ্যায় সৌরভ যখন দলের ক্রিকেটারদের নিয়ে ঐচ্ছিক অনুশীলনের জন্য ইডেনে এলেন, মিনিটচ পনেরো আগে তখন সেই মাঠে প্রবেশ করেছেন শাহরুখ। আইপিএলের সতেরো বছরের ইতিহাসে এই প্রথম কেকেআরের প্র্যাক্টিস দেখতে হাজির বাদশা। প্রায় দু'ঘণ্টা সৌরভ ও শাহরুখ মাঠে একসঙ্গে ছিলেন। তবু দুজনের অবস্থান যেন বলিউডের বিখ্যাত সেই গানের লাইন। কিতনে দূর, কিতনে পাস...
ঘণ্টা দুয়েক একসঙ্গে মাঠে থেকেও একে অপরের মুখোমুখি হলেন না সৌরভ ও শাহরুখ। সৌরভ ব্যস্ত থাকলেন অনরিক নখিয়া, রসিক দারদের নিয়ে। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করলেন। পিচ দেখলেন। শোনা গেল, কোন পিচে কীরকম রান হয়েছে, খোঁজ নিয়েছেন সৌরভ। ঐচ্ছিক অনুশীলন হওয়ায় ঋষভ পন্থ, পৃথ্বী শ বা ট্রিস্টান স্টাবসরা আসেননি। যাবতীয় কৌতূহল তাই সৌরভকে নিয়েই।
শাহরুখ অবশ্য ক্রিকেটীয় বিষয়ে ঢুকলেন না। কনিষ্ঠ পুত্র আব্রামের সঙ্গে টেনিস বলে ক্রিকেট খেলেন নাইট মালিক। পরে অবশ্য কেকেআর ড্রেসিংরুমেও যান বাদশা। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান তুলেও হারতে হয়েছে। হতোদ্যম দলকে মানসিকভাবে চাঙ্গা করলেন বাজিগর।
সোমবারের ম্যাচে ইডেনের জনসমর্থনও দুভাগ হয়ে যেতে পারে। অন্তত হাওয়া বলছে, একদল কেকেআরকে সমর্থন জানাতে প্রস্তুত। অন্য দল ঘরের ছেলের দলের সাফল্য কামনা করবেন। রবিবারই সৌরভের মুখোশ পরে ইডেনের বাইরে হাজির হয়ে গিয়েছিলেন শ খানেক ভক্ত-অনুরাগী। ম্যাচেও সৌরভের জন্য বাংলার মানুষের আবেগ দু'ভাগ হয়ে গেলে... কেকেআরের কোচ চন্দ্রকাণ্ড পণ্ডিত সৌরভের প্রশংসাই করে গেলেন। বললেন, 'জাতীয় দলের হয়ে, ভারতীয় ক্রিকেটের হয়ে ও যা করেছে, ভোলার নয়। ওর শহর। তবে আমরা এসব নিয়ে ভাবছি না। ওর জন্য শুভেচ্ছা রইল।'
ঝড়ের আগের প্রশান্তি?
আরও পড়ুন: রিঙ্কু সিংহ কট শাহরুখ বোল্ড আব্রাম! দেড় ঘণ্টা অন্য ক্রিকেট দেখল ইডেন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।