KKR vs SRH IPL 2024: মোদির শহরে পৌঁছে গেলেন শাহরুখ, প্লে অফেও গ্যালারিতে পাঠান-ঝড়
Shah Rukh Khan: কলকাতা নাইট রাইডার্সের টিম মালিক। যিনি এবারের আইপিএলে নতুন উদ্যমে নেমেছেন। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঙ্গলবার শাহরুখের নাইটরা নামছেন আইপিএলের প্লে অফে।
সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (KKR) সবচেয়ে বড় চিয়ার লিডার তিনিই। বয়স যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে আকর্ষণ। টিম মালিক হিসাবেও নিজেকে বদলে ফেলেছেন। আগে দলের হারে ভেঙে পড়তেন। এখন মনের যন্ত্রণা চেপে রেখে ক্রিকেটারদের আগলে রাখার চেষ্টা করেন। কানে কানে মন্ত্র তুলে দেন, এই ম্যাচে হল না তো কী? পরেরটায় হবে। ম্য়ায় হুঁ না...
তিনি, শাহরুখ খান (Shah Rukh Khan)। কলকাতা নাইট রাইডার্সের টিম মালিক। যিনি এবারের আইপিএলে (IPL 2024) নতুন উদ্যমে নেমেছেন। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঙ্গলবার শাহরুখের নাইটরা নামছেন আইপিএলের প্লে অফে। কোয়ালিফায়ার ওয়ানে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। সেই ম্যাচে কেকেআরের হয়ে গলা ফাটাতে একদিন আগেই, সোমবার সন্ধ্যায় নরেন্দ্র মোদির শহরে পৌঁছে গেলেন শাহরুখ।
সোমবার ছিল দেশে লোকসভা ভোটের পঞ্চম দফা। শাহরুখের সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত একজন এবিপি লাইভ বাংলাকে জানালেন, সকালে স্ত্রী গৌরী, বড় ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে নিয়ে মুম্বইয়ে ভোট দেন কিংগ খান। তারপরই দুপুর দুপুর বেড়িয়ে পড়েন আমদাবাদের উদ্দেশে। এদিনই আমদাবাদে পৌঁছেছেন শ্রেয়স আইয়ার, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলরাও। সন্ধ্যায় আমদাবাদে পৌঁছন গৌতম গম্ভীর।
এবারের আইপিএল শুরু হওয়ার অনেক আগেই শাহরুখ দিয়েছিলেন মোক্ষম চাল। তিনি নিজে কথা বলে গৌতম গম্ভীরকে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে কেকেআরের মেন্টর হিসাবে দায়িত্ব নিতে রাজি করান। গম্ভীরও বাজিগরকে কথা দিয়েছিলেন যে, তিনি যখন দায়িত্ব ছাড়বেন, কেকেআর অন্য দল হয়ে দাঁড়াবে। দায়িত্ব নিয়ে নাইটদের দল, মানসিকতার খোলনলচে বদলে দিয়েছেন গৌতি। যার নেপথ্যে রয়েছে শাহরুখের মাস্টারমাইন্ড।
টুর্নামেন্টের মাঝপথে কেকেআর তারকা বরুণ চক্রবর্তী জানিয়েছিলেন, শাহরুখ এখন মালিক হিসাবে অনেক পরিণত। খারাপ সময়েও পাশে থাকেন। দল পাঞ্জাব কিংসের কাছে ম্য়াচ হারার পর সকলের সঙ্গে আলাদা করে কথা বলে উৎসাহ দিয়েছিলেন। যার প্রতিফলন পড়েছিল নাইটদের পারফরম্যান্সে। ঘুরে দাঁড়িয়েছিল কেকেআর।
মঙ্গলবার কোয়ালিফায়ার ওয়ানের আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ক্রিকেটীয় নকশা সাজাবেন গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতরা। তবে যদি মনোবল বাড়ানোর জন্য কাউকে লাগে? হাতের নাগালে শাহরুখ থাকছেন তো।
আরও পড়ুন: বিতর্ক এড়াতে বাংলার কোচদের চুক্তিপত্রে বদল আনার পথে হাঁটছে সিএবি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।