India at Tokyo 2020: এবারের অলিম্পিক্সে ভারতের সাত পদক, কীভাবে এল এই সাফল্য?
Tokyo Olympics 2020: ২০০৮-এ বেজিং অলিম্পিক্সের পর এবারই প্রথম ব্যক্তিগত বিভাগে সোনা পেল ভারত।
টোকিও: অলিম্পিক্সে এবারই সবচেয়ে ভাল ফল হয়েছে ভারতের। একটি সোনা, দু’টি রুপো ও চারটি ব্রোঞ্জ সহ সাতটি পদক পেয়েছে ভারত। তার মধ্যে ৬টি পদকই ব্যক্তিগত বিভাগে এবং একটি পদক পুরুষদের হকিতে। দীর্ঘ ৪১ বছর পর অলিম্পিক্সে পুরুষদের হকিতে পদক পেল ভারত। পাশাপাশি, ২০০৮-এ বেজিং অলিম্পিক্সের পর এবারই প্রথম ব্যক্তিগত বিভাগে সোনা পেল ভারত। স্বাধীন ভারতে এই প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে পদক এল।
জ্যাভলিন থ্রোয়ে সোনা পেয়েছেন নীরজ চোপড়া। তিনি চোটের জন্য ২০২০ সালের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই যোগ দিতে পারেননি। কিন্তু তারপরেও অলিম্পিক্সে প্রথমবার যোগ দিয়েই সোনা জিতে নিয়েছেন এই তরুণ অ্যাথলিট।
সাইখম মীরাবাঈ চানুও ২০১৯-এর ডিসেম্বর থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত কোনও প্রতিযোগিতায় যোগ দিতে পারেননি। তা সত্ত্বেও তিনি অলিম্পিক্সে রুপো জিতেছেন।
পিভি সিন্ধু ২০২০ সালের মার্চ থেকে অলিম্পিক্সের আগে পর্যন্ত পাঁচটি প্রতিযোগিতায় যোগ দেন। তিনি দ্বিতীয় ভারতীয় এবং এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্স থেকে একাধিক পদক পেলেন।
অলিম্পিক্স শুরু হওয়ার আগে গত কয়েকমাসে অর্জুন পুরস্কার বাবদ পাওয়া অর্থে মায়ের কিডনির রোগের চিকিৎসা করান লভলিনা বর্গোহাঁই। প্রস্তুতি বাধাপ্রাপ্ত হলেও, অলিম্পিক্সে পদক জিতে নিয়েছেন তিনি।
কুস্তিগীর রবি কুমার দাহিয়া যখন টোকিওতে পদকের জন্য লড়াই করছিলেন, তখন হরিয়ানায় তাঁর গ্রামে যাতে বিদ্যুৎ সংযোগ অবিচ্ছিন্ন থাকে, তার ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন।
হাঁটুর চোট নিয়েই টোকিওতে যান কুস্তিগীর বজরং পুনিয়া। চোটের জন্য একমাস আগেই তিনি একটি ম্যাচে খেলতে পারেননি। কিন্তু তারপরেও তিনি অলিম্পিক্সে পদক জিতলেন।
ভারতের পুরুষ হকি দলের সদস্যদের গত দেড় বছর বেঙ্গালুরুতে জাতীয় শিবিরে থাকতে হয়েছে। অলিম্পিক্স শুরুর ৬ মাস আগে চারদিনের জন্য তাঁরা বাড়ি যাওয়ার সুযোগ পান। করোনা পরিস্থিতিতে প্রস্তুতি ধাক্কা খেলেও, অলিম্পিক্স থেকে পদক জিতে নিল ভারতের পুরুষ হকি দল।
এবারের অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দেন মীরাবাঈ চানু। তিনি ভারত্তোলনের ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে পদক জিততে না পারলেও, এবার তিনি আর হতাশ করেননি। রিওতে ব্যর্থ হওয়ার পরের বছরই তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। পরের বছর তিনি কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। ৪৯ কেজি বিভাগে বিশ্বের তৃতীয় সেরা হিসেবে অলিম্পিক্সে যান চানু। অল্পের জন্য সোনা হাতছাড়া হলেও, রুপো জিতে নেন তিনি।
এবারের অলিম্পিক্স থেকে দেশকে দ্বিতীয় পদক এনে দেন সিন্ধু। রিওতে তিনি রুপো জিতেছিলেন। টোকিওতে সেমি ফাইনালে হেরে গেলেও, ব্রোঞ্জ জিতলেন তিনি। বিশ্বের পঞ্চম মহিলা হিসেবে অলিম্পিক্সে দু’টি পদক পেলেন তিনি। ২০১৩ থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা অলিম্পিক্স থেকে পদক পেয়েছেন তিনি।
টোকিও থেকে দেশকে তৃতীয় পদক এনে দেন লভলিনা। তিনি ওয়েল্টারওয়েট বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন। এর আগে তিনি দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং দু’বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক পান। এবার অলিম্পিক্স পদকও এল তাঁর ঝুলিতে।
টোকিও অলিম্পিক্সে ভারতকে চতুর্থ পদক এনে দেয় পুরুষদের হকি দল। সেমি ফাইনালে বেলজিয়ামের কাছে ২-৫ গোলে হেরে গেলেও, তারপর জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জেতেন শ্রীজেশরা।
এরপর কুস্তি থেকে জোড়া পদক পায় ভারত। প্রথমে রবি ৫৭ কেজি বিভাগে রুপো জেতেন। তারপর ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন বজরং।
গতকাল টোকিও থেকে দেশকে সপ্তম পদক এনে দেন নীরজ। ভারতের শেষটা মধুর হল। অ্যাথলেটিক্সে শুধু স্বাধীনতার পর প্রথম পদকই না, অলিম্পিক্সের ইতিহাসে প্রথম সোনা এল।