এক্সপ্লোর
কনিষ্ঠতম পেসার হিসেবে টেস্টে পাঁচ উইকেট নাসিম শাহর
কনিষ্ঠতম পেসার হিসেবে পাকিস্তানের নাসিম শাহ টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন। সোমবার তাঁর বোলিং দাপটে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল ২১২ রানে। ৩১ রানে ৫ উইকেট নেন তিনি।করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ২৬৩ রানে জিতল পাকিস্তান।

করাচি: কনিষ্ঠতম পেসার হিসেবে পাকিস্তানের নাসিম শাহ টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন। সোমবার তাঁর বোলিং দাপটে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল ২১২ রানে। ৩১ রানে ৫ উইকেট নেন তিনি।করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ২৬৩ রানে জিতল পাকিস্তান। একইসঙ্গে সিরিজও জিতল তারা। ঘরের মাঠে এক দশকেরও বেশি সময় পর টেস্ট সিরিজ হল পাকিস্তানে। সেখানে জয়ী হল তারা।
কনিষ্ঠ তম ফাস্ট বোলার হিসেবে ১৬ বছর ৩০৭ দিন বয়সে টেস্টে পাঁচ উইকেট নিলেন নাসিম শাহ। এক্ষেত্রে তিনি পাকিস্তানেরই পেসার মহম্মদ আমিরের রেকর্ড ভাঙলেন। আমির ১৭ বছর ২৫৭ দিন বয়সে পাকিস্তানের হয়ে টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন।
কনিষ্ঠতম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট সংগ্রহের কৃতিত্ব অবশ্য পাকিস্তানের প্রাক্তন স্পিনার নাসিম উল ঘানির। তিনি ১৯৫৮-তে জর্জটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬ বছর ৩০৩ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
ম্যাচের পর পাকিস্তানের বোলিং কোচ নাসিমের প্রশংসা করে বলেছেন, আমার এখনও মনে হয়, নাসিমের এটা সবে শুরু। এই পাঁচ উইকেট ওকে অনেক দূর নিয়ে যাবে।
গত মাসে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় নাসিমের। ডেভিড ওয়ার্নারকে চমত্কার একটি বলে আউট করেছিলেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
Advertisement
