ISL: লিগ পর্যায়ে কলকাতার তিন প্রধানের কেমন পারফরম্য়ান্স? কোন দল কোন দলকে টেক্কা দিচ্ছে?
ISL League Match: মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি-র ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে ৬০ হাজার সমর্থক একসঙ্গে বসে খেলা দেখতে পারে।

কলকাতা: ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলা এক রকম আর প্রতিপক্ষের মাঠে নেমে তাদের সমর্থকদের সামনে খেলা সম্পুর্ণ অন্যরকম। কোচ, ফুটবলাররাই এ কথা স্বীকার করে নিয়েছেন বারবার। এবং আইএসএলে কলকাতার দলগুলির ক্ষেত্রে ব্যাপারটা আরওই আলাদা। কারণ, মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি-র ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে ৬০ হাজার সমর্থক একসঙ্গে বসে খেলা দেখতে পারে। তারা যখন প্রিয় দলের জন্য একসঙ্গে গলা ফাটায়, তখন ফুটবলারদের শরীরে শিহরণ জাগে। শরীরের রক্ত টগবগ করে ফুটতে শুরু করে।
মহমেডান এসসি-র সমর্থকেরাও কিছু কম যায় না। প্রথম আইএসএলে খেলতে নামা দলের জন্য কিশোরভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে তারাও অনেক গলা ফাটিয়েছে। কিন্তু তাদের দুর্ভাগ্য, তাদের প্রিয় দল ঘরের মাঠে কোনও সাফল্য পায়নি এ বার। তবে এ বার হয়নি বলে যে পরের বারও হবে না, তার কোনও মানে নেই। পরের বার নিশ্চয়ই সেই সাধ মিটবে তাদের, এমন আশা করাই যায়। এ বার দেখে নেওয়া যাক চলতি আইএসএলের লিগ পর্বে কলকাতার তিন দলের হোম এবং অ্যাওয়ে ম্যাচে পারফরম্যান্স কী রকম।
মোহনবাগান সুপারজায়ান্ট
সবুজ-মেরুন সমর্থকেরা এই মরশুমটি হয়তো চিরকাল মনে রাখবে তাদের প্রিয় দলের বেনজির সাফল্যের জন্য। মোট ১২টি হোম ম্যাচের মধ্যে ১১টিই জিতেছে স্প্যানিশ কোচ হোসে মোলিনার দল। বাকি একটি ম্যাচে তারা ড্র করেছে। হার মানেনি কোনওটিতেই। আইএসএলের ইতিহাসে ঘরের মাঠে এর চেয়ে ভাল পরিসংখ্যান আর কোনও দলেরই নেই। এ বার হোম ম্যাচে সাফল্যের দিক থেকে যারা দ্বিতীয় স্থানে রয়েছে, সেই এফসি গোয়া ১২টির মধ্যে আটটি হোম ম্যাচে জিতেছে। দু’টি ড্র করেছে ও দু’টি হেরেছে। কিন্তু সবুজ-মেরুন বাহিনীর মতো ঘরের মাঠে অপরাজিত আর কোনও দল নেই।
ইস্টবেঙ্গল এফসি
এ বারের লিগে ইস্টবেঙ্গলের ঘরের মাঠের পারফরম্যান্স তাদের অ্যাওয়ে পারফরম্যান্সের চেয়ে ভাল। ঘরের মাঠে ১২টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে তারা, দু’টিতে ড্র করেছে ও পাঁচটিতে হেরে মোট ১৭ পয়েন্ট অর্জন করেছে লাল-হলুদ ব্রিগেড। তবে ঘরের মাঠে তারা ১৬টি গোল করে ১৭টি হজম করেছে। সব দলের হোম পারফরম্যান্সের তালিকায় ইস্টবেঙ্গল রয়েছে সাত নম্বরে। ঘরের মাঠে প্রথম তিনটি ম্যাচে জয়হীন থাকার পরে তারা যুবভারতীতে প্রথম হারায় নর্থইস্ট ইউনাইটেডকে। এর পর পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি-কে হারায়। ড্র করে মহমেডান এসসি ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে।
মহমেডান
প্রথমবার আইএসএলে খেলে কলকাতার সাদা-কালো বাহিনী ঘরের মাঠের চেয়ে বাইরের মাঠে এ বার একটু হলেও ভাল খেলেছে। সারা লিগে মোট যে ১৩ পয়েন্ট অর্জন করেছে তারা, তার মধ্যে ৯ পয়েন্টই এসেছে প্রতিপক্ষের মাঠ থেকে। মাত্র চার পয়েন্ট তারা তুলতে পেরেছে ঘরের মাঠে। এটা কিন্তু বেশ অবাক করার মতো তথ্য। দুর্ভাগ্য মহমেডান সমর্থকদের যে, তারা তাদের প্রিয় দলের সাফল্য ঘরের মাঠে বসে উপভোগ করতে পারেনি। সারা লিগে যে দু’টি জয় তারা পেয়েছে, সেই দু’টিই এসেছে অ্যাওয়ে ম্যাচে। প্রথমটি আসে লিগের শুরুর দিকে চেন্নাইন এফসি-র মাঠে। দ্বিতীয়টি আসে জানুয়ারিতে বেঙ্গালুরুতে। বাকি দশটি অ্যাওয়ে ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছে তারা, তিনটিতে ড্র করেছে। তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
