A R Rahman Health Update: রমজানের উপবাস, তার ওপর লম্বা সফর করেই অসুস্থ এ আর রহমান! ফিরছেন বাড়িতে
A R Rahman Update: এদিন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানের মুখপাত্র জানান, শনিবার রাতেই লন্ডন থেকে ফিরেছিলেন এ আর রহমান

কলকাতা: রবিবার সকালে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান (A R Rahman)। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানের মুখপাত্র। তাঁর তরফ থেকে জানানো হয়েছে, বিদেশ থেকে ফিরেই ঘাড়ে ব্যথার কারণে এর আগেই চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। সঙ্গীতশিল্পীর এই অবস্থা হয়েছে উপবাসের কারণেই, এই দাবি করেছেন সঙ্গীতশিল্পীর মুখমাত্র।
এদিন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানের মুখপাত্র জানান, শনিবার রাতেই লন্ডন থেকে ফিরেছিলেন এ আর রহমান। ফেরার পরেই তিনি শারীরিক অস্বস্তিবোধ করছিলেন। তাঁৎ ঘাড়ে ব্যথা হচ্ছিল। এর কারণে তিনি চিকিৎসকের কাছেও গিয়েছিলেন। তবে রবিবার সকালে হঠাৎ বুকে ব্যথা শুরু হওয়ায় জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয় এ আর রহমানকে। তাঁর যাবতীয় টেস্ট হয়। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে রমজান মাস চলছে। সেই কারণেই উপবাস করছিলেন রহমান। ডিহাইড্রেশনের ফলেই নাকি বুকে ব্যথা শুরু হয়েছিল তাঁর। আপাতত বিপদমুক্ত রয়েছেন তিনি। দীর্ঘ পথযাত্রা ও উপবাসের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে চিকিৎসকেরা মনে করছেন। তাঁকে রুটিন চেক আপের পরে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। বাড়িতে ফিরে বিশ্রামে থাকবেন তিনি।
সম্প্রতি, সায়রা বানুর সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ নিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন এ আর রহমান। ৯ টা বছর কাটিয়েছেন একসঙ্গে। একসঙ্গে পার করেছেন অনেকগুলি বসন্ত। যৌবন, তারুণ্য পার করেছেন। উত্থান পতনে একে অপরের হাত চেপে রেখেছেন । তবে এবার আলাদা হচ্ছেন এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়না বানু। বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে, ব্যক্তিগত বিষয়টি নিয়ে অতিরিক্ত চর্চা না করার আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, সম্পর্কে চ্যুতি স্পষ্ট হচ্ছিল দিনকে দিন। ঘূণ ধরছিল দাম্পত্যে। তার থেকেই পথ আলাদা করার সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছিল।
এ আর রহমানের বিচ্ছেদের পরেই বিচ্ছেদ ঘোষণা করেন রহমানের ট্রুপের সহযোগী মোহিনী দে। আর তার পর থেকেই ফিসফাস.. মোহিনীর জন্যই নাকি সম্পর্কে ফাটল ধরল রহমান ও সায়রার। তবে তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই দুয়ের মধ্যে কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: Dev on Raghu Dakat: চার বছরের টালবাহানার পর, অবশেষে শ্যুটিং ফ্লোরে দেবের নতুন ছবি, 'রঘু ডাকাত'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
