আম্পায়ারের সিদ্ধান্ত না মানায় জরিমানা পোলার্ডের, সঙ্গে রেকর্ডে যুক্ত ডিমেরিট পয়েন্ট
ঘটনাটি ঘটেছিল রবিবার ফ্লোরিডায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন।
দুবাই: আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে অসন্তোষ প্রকাশ করায় ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার কায়রন পোলার্ডকে ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে, একটি ডিমেরিট পয়েন্টও তাঁর রেকর্ডের পাশে যোগ করা হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, পোলার্ডের এই অসন্তোষ প্রকাশ আইসিসি-র আদর্শ আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করেছে। ঘটনাটি ঘটেছিল রবিবার ফ্লোরিডায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন। অভিযোগ, আম্পায়ারদের কাছে কোনওপ্রকাল অনুরোধ না করেই মাঠে বদলি ক্রিকেটারকে সরাসরি ডেকে নেন পোলার্ড। ম্যাচ রেফারি রিপোর্ট অনুযায়ী, আম্পায়াররা তাঁকে বলেন, ওভার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। কিন্তু, সেই কথাকে কর্ণপাত করেননি পোলার্ড। প্রসঙ্গত, বৃষ্টি-বিঘ্নিত ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২২ রানে হারে উইন্ডিজরা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন পোলার্ড। ফলত, খেলা শেষে ম্যাচ রেফারি জেফ ক্রোর নেতৃত্বে শুনানি হয়। সেখানে পোলার্ড দোষী সাব্যস্ত হন এবং ম্যাচ-ফির ২০ শতাংশ জরিমানা ও ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয় তাঁর রেকর্ডে। নিয়ম অনুযায়ী, ২৪-মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট একত্রিত হলে, সেগুলি সাসপেনসন পযেন্টে পরিণত হয়। দুটি সাসপেনসন পয়েন্ট হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে একটি টেস্ট বা দুটি একদিনের ম্যাচ অথবা দুটি টি-২০ ম্যাচে সাসপেন্ড করা হবে।