Click Here Viral Trend:সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল 'Click Here' ট্রেন্ড, জানেন কি এত কাজে লাগে এটি?
Elon Musk:সপ্তাহখানেক ধরে 'এক্স' প্ল্যাটফর্ম খুললেই দেখা যাচ্ছে, নতুন ট্রেন্ড। ট্রেন্ডের নাম? 'Click Here'। আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়েছেন। কী এটি?
কলকাতা: সপ্তাহখানেক ধরে 'এক্স' প্ল্যাটফর্ম খুললেই দেখা যাচ্ছে, নতুন ট্রেন্ড। ট্রেন্ডের নাম? 'Click Here'। আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়েছেন। আর এই ট্রেন্ড এখন দস্তুরমতো ভাইরাল এলন মাস্কের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিন্তু কী এমন রয়েছে এই ট্রেন্ডে? 'এক্স' ব্যবহারকারীদের অনেকেই বিষয়টি জানেন, তবে কেউ কেউ এখনও হয়তো বিভ্রান্ত। কেউ হয়তো জানাচ্ছেন, কম্পিউটার বা ল্যাপটপের মাউস কোনও 'উইন্ডো'-র নির্দিষ্ট অংশে নিয়ে গেলে বা কোনও লাইভ লিংকের উপর নিয়ে গেলে এই 'ক্লিক হিয়ার' লেখাটি দেখা যায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের 'Click Here' লিখে বেড়ানোর মানেটা কী? এটি ভাইরালই বা হল কেন?
টুকিটাকি...
আগে জেনে নেওয়া যাক এতে ঠিক কী থাকছে। মনে করুন, কোনও একটি সরকারি বা বেসরকারি সংস্থার অফিসিয়াল 'এক্স হ্যান্ডেল'-এ এমন একটি পোস্ট দেখতে পেলেন। খেয়াল করলে দেখবেন, তাতে বড় করে লেখা থাকছে, 'Click Here' শব্দদুটি। তার নিচে একটি Arrow চিহ্ন দেওয়া। Arrow চিহ্নটি যে দিকে সঙ্কেত করছে, সেখানে একটি অল্ট টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট রাখা থাকছে। মোটের উপর এই হল 'Click Here' জাতীয় পোস্টের বিশেষত্ব। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর মধ্যে আসল গল্প রয়েছে Alt Text-র মধ্যে।
কী সেই গল্প?
ধরুন কোনও সংস্থা, তা সে যে সংস্থাই হোক না কেন, সংশ্লিষ্ট গ্রাহক বা ক্রেতাকে কোনও বার্তা দিতে চায়। সে জন্য ক্রেতা বা গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করা দরকার। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় 'Click Here' জাতীয় পোস্ট অত্যন্ত কার্যকরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এতে, মূল পোস্টে খুব বেশি কোনও বার্তা লেখা নেই। কিন্তু যেই কোনও গ্রাহক বা ক্রেতার নজর শব্দদুটির উপর পড়ছে এবং সেখান থেকে Arrow চিহ্ন হয়ে অল্ট টেক্সট বা অল্টারনেটিভ টেক্সটে পৌঁছচ্ছে, তখনই কার্যসিদ্ধি। এটি একধরনের 'ফিচার' যার মাধ্যমে ব্যবহারকারীদের কাছে যে কোনও ধরনের বার্তা যাতে সহজে ও আরও পরিষ্কার ভাবে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থা করা থাকছে। সোজা কথায়, এই 'অল্ট টেক্সট'-এ থাকছে মূল বার্তা। সেই বার্তা যাতে সম্ভাব্য গ্রাহক বা সম্ভাব্য ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারে, সে জন্য একটি ছবির মতো পোস্টের ব্যবহার করা হচ্ছে। যাতে 'Click Here' এবং Arrow চিহ্ন ছাড়া আর কিছু নেই। বিশেষজ্ঞদের মতে, এতে বিশেষ ক্ষমতাসম্পন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদেরও দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। বছরদুয়েক আগে ফিচারটি 'লঞ্চ' হয়েছিল। এখন বিভিন্ন সংস্থাই তা ব্যবহার করছে। ফল? ট্রেন্ডিংয়েই স্পষ্ট।
আরও পড়ুন:দেশ থেকে কি উঠে যাবে পেট্রল ও ডিজেলের গাড়ি ? কী বলছেন নীতিন গড়কড়ি