Poco First Tab: পোকো সংস্থা লঞ্চ করতে চলেছে প্রথম ট্যাবলেট, কেমন হতে চলেছে এই ট্যাব, কী কী ফিচার থাকতে হবে?
Tab: 'বিগ স্ক্রিন' ডিভাইসের দিকে এগোতে চলেছে পোকো। এর আগেও নতুন ডিভাইস লঞ্চের কথা বলেছিল পোকো কর্তৃপক্ষ। শুধুমাত্র ট্যাব নয়, স্মার্টওয়াচ এমনকি ল্যাপটপ- সবই লঞ্চের পরিকল্পনা রয়েছে পোকো সংস্থার।
Poco First Tab: পোকো সংস্থা প্রথমবার লঞ্চ করতে চলেছে ট্যাব (Poco Tablet)। পোকোর স্মার্টফোন (Poco Smartphone) ইতিমধ্যেই জনপ্রিয় হচ্ছে ভারতে এবং বিশ্বের বিভিন্ন দেশে। শাওমি সংস্থার (Xiaomi Sub Brand) সাব-ব্র্যান্ড পোকো কবে তাদের প্রথম ট্যাবলেট লঞ্চ করবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। এমনকি ট্যাবের নাম কী হবে তাও জানা যায়নি। তবে স্মার্টফোনের পরে যে পোকো সংস্থা নিজেদের ব্যবসা বাড়াতে চলেছে সেটা স্পষ্ট। অর্থাৎ 'বিগ স্ক্রিন' ডিভাইসের দিকে এগোতে চলেছে পোকো। এর আগেও নতুন ডিভাইস (ফোন ছাড়া) লঞ্চের কথা বলেছিল পোকো কর্তৃপক্ষ। শুধুমাত্র ট্যাব নয়, স্মার্টওয়াচ এমনকি ল্যাপটপ- সবই লঞ্চের পরিকল্পনা রয়েছে পোকো সংস্থার। তবে এইসবের মধ্যে ট্যাবই প্রথমে লঞ্চ করতে চলেছে পোকো।
পোকো সংস্থা প্রথম ট্যাবলেট কি শাওমি প্রোডাক্টের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে?
বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, পোকো সংস্থার প্রথম ট্যাবলেট আসলে শাওমি প্যাড ৬এস মডেলে রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। তবে এমনটাই যে হবে তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। কিন্তু শাওমি প্যাড ৬এস ট্যাব নতুন নামে পোকো ব্র্যান্ডের সঙ্গে লঞ্চ হতে পারে। এমনিতেও শাওমির প্রোডাক্ট নতুন নামে লঞ্চ করে পোকো। ফিচার এবং স্পেসিফিকেশনে বিশেষ কিছু পরিবর্তন হয় না। খালি দাম অনেকটা কম হয়। তাই পোকো সংস্থার প্রথম ট্যাব যদি শাওমির কোনও ট্যাবের রিপ্যাকেজড ভার্সান হিসেবে লঞ্চ হয় সেক্ষেত্রে আশ্চর্যের কিছু নেই। তবে যদি পোকো সংস্থার প্রথম ট্যাবলেট সত্যিই শাওমি ট্যাব ৬এস মডেলের রিপ্যাকেজড ভার্সান হয় তাহলে এই দুই ট্যাবের মধ্যে ফিচারের দিক থেকে মিল থাকবে।
সেক্ষেত্রে পোকো সংস্থার প্রথম ট্যাবে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে (শাওমি প্যাড ৬এস মডেল অনুসারে)
- চিনে শাওমি প্যাড ৬এস লঞ্চ হয়েছিল ১২.৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন নিয়ে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই স্ক্রিনে রয়েছে ডলবি ভিশনের সাপোর্ট।
- শাওমি প্যাড ৬এস ট্যাবে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এই ট্যাব পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এই অপারেটিং সফটওয়্যারের সাহায্যে।
- এই ট্যাবলেটে রয়েছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- কোন প্রসেসর থাকতে চলেছে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনে? লঞ্চের আগেই জানাল সংস্থা