Aj Bangla: হায়দরাবাদের সভাতেও অমিত শাহের মুখে বাংলায় ‘হিংসা' ।Bangla News
হায়দরাবাদের সভাতেও অমিত শাহের মুখে বাংলায় ‘হিংসা। তেলঙ্গানাকেও বাংলা করতে চান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও(Chandrasekhar Rao)। দিনেদুপুরে বিজেপি নেতাদের খুন করা হচ্ছে। এখনই এই চেষ্টা বন্ধ করতে হবে। বিজেপি কর্মীর খুনিদের কঠোর শাস্তি দেওয়া হবে। হায়দরাবাদের জনসভা থেকে হুঙ্কার অমিত শাহের(Amit Shah)।
এবার পুলিশকে হুঁশিয়ারি নরেন চট্টোপাধ্যায়ের। ‘দিন বদলাচ্ছে, পুলিশ, সিভিক ভলান্টিয়াররা ভেবে নিন। এক-দুই বছরের মধ্যে বাংলায় বদলাবে, কোথায় যাবেন? কৃষক, কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছেন। জমি থেকে উচ্ছেদ করছেন। দিন বদলাচ্ছে, পুলিশ, সিভিক ভলান্টিয়াররা ভেবে নিন’। রামপুরহাট থেকে হুঁশিয়ারি ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদকের।
সম্পর্কে ফিরতে না চাওয়ায়, প্রেমিকার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। পাণ্ডবেশ্বরের ঘটনা। বোমাবাজিতে আহত প্রেমিকার আত্মীয়-সহ ৪। পরিবারের দাবি, সম্প্রতি সম্পর্ক থেকে সরে আসেন তরুণী। অভিযোগ, তারপর থেকেই তাঁকে হুমকি দিচ্ছিলেন প্রেমিক। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ৫ মে, পাণ্ডবেশ্বর থানায় দু’ পক্ষকে ডেকে পাঠিয়ে বোঝানো হয়। অভিযোগ, এর মধ্যেই গতকাল সন্ধেয় প্রেমিকার বাড়ির সামনে বোমা ছুড়ে পালিয়ে যায় ওই যুবক। থানায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।