আজ বাংলায়: "পেনশন বন্ধের নোটিস কে দিয়েছে তদন্ত হচ্ছে", জানালেন মেয়র ফিরহাদ হাকিম | Bangla News
হালিশহরে বিস্ফোরণকাণ্ডে এখনও নিখোঁজ দুজন। পুলিশ সূত্রে খবর, গঙ্গাপারে মাটির নীচে মজুত বোমা থেকে বিস্ফোরণ হয়। তিব্রতা এতটাই ছিল যে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন কলেজ পড়ুয়া। পাঁচ ফুট গর্ত হয়ে যায়। ঘটনায় অর্জুন সিংহ ঘনিষ্ঠ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ইডির (ED) দায়ের করা নারদ মামলায়, অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হল ফিরহাদ হাকিম (Firhad Hakim), মদন মিত্র (Madan Mitra), শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও এস এম এইচ মির্জার। ইডির তরফে জামিনের বিরোধিতা করা হলেও, তা গ্রাহ্য করেনি আদালত।
আর্থিক সঙ্কট থাকলেও কলকাতা পুরসভায় (KMC) পেনশন বন্ধ নয়। পেনশন বন্ধের নোটিস কে দিয়েছে তদন্ত হচ্ছে, জানালেন ফিরহাদ (Firhad Hakim)। বিজেপি (BJP) নয়, তৃণমূলেরই কেউ নোটিস দিয়েছে, পাল্টা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
ফেব্রুয়ারি মাস থেকেই দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প থেকে মিলবে করোনা টিকা (Corona Vaccination)। করা হবে ডায়াবেটিস, মুখের ক্যানসার, চোখ পরীক্ষাও। দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের পরিকাঠামো তৈরির নির্দেশ। জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ স্বাস্থ্য দফতরের (State Health Department)। ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এই প্রথম দুয়ারে সরকার কর্মসূচিতে টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।