Suvendu Adhikari: পুলিশের আপত্তি খারিজ, হাওড়ায় শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুলিশের আপত্তি খারিজ, হাওড়ায় শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়ে
দিয়েছেন, ২০ মিটারের কম চওড়া রাস্তা হলে এরপর অনুমতি দেওয়া হবে না। বিকেলে শ্যামপুরে নির্ধারিত জায়গায় সভা করেন বিরোধী দলনেতা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
আরও খবর..
ভোট মিটতে না মিটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। হাড়োয়ার গোপালপুর ২ নং পঞ্চায়েতে তৃণমূল কর্মীদের মারধর। তৃণমূলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। আহত ৩ তৃণমূলকর্মী, ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
থ্রেট কালচারের অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলেকায়! কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে ৪০জন অভিযুক্ত। ৬ মাসের জন্য বহিষ্কারের বদলে মুচলেকা দিলে ছাড়ের সিদ্ধান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ? সুপারিশ গেল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। 'ভবিষ্যতে আর হবে না বলে মুচলেকা দিতে হবে ছাত্র-অভিভাবকদের'। অভিযুক্তরা ছাত্র সংসদের নির্বাচনেও দাঁড়াতে পারবেন না বলে সিদ্ধান্ত। হস্টেলে কোনও বহিরাগত থাকতে পারবে না বলে কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত।