Morning Headlines: কলকাতায় ফের ভয়াবহ আগুন, ৫ নম্বর গার্স্টিন প্লেসে অগ্নিকাণ্ড, তড়িঘড়ি সরানো হল বাসিন্দাদের
কলকাতায় ফের ভয়াবহ আগুন। ৫ নম্বর গার্স্টিন প্লেসে অগ্নিকাণ্ড, তড়িঘড়ি সরানো হল বাসিন্দাদের। ভিতরে বিস্ফোরণের শব্দ। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক।
নিট ও নেট বিতর্কে তোলপাড়ের মধ্যেই নতুন আইন লাগু কেন্দ্রের। কার্যকর পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট। সরকারি পরীক্ষায় প্রশ্নফাঁস হলে কড়া শাস্তির সংস্থান। জারি গেজেট বিজ্ঞপ্তি।
ইউজিসি নেট বাতিলের পর পিছোল সিএসআইআর-ইউজিসি-নেট। অনিবার্য কারণে সিদ্ধান্ত, জানাল এনটিএ। পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ মিলবে ওয়েবসাইটে।
নেট ও ইউজিসি নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই বিহারে স্থগিত সেকেন্ড এলিজিবিটি টেস্ট। ২৬ থেকে ২৯ জুনের মধ্যে দুটি পরীক্ষা হওয়ায় স্থগিত, জানাল বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি।
নিট দুর্নীতিতে তেজস্বীর পার্সোনাল সেক্রেটারিকে নোটিস বিহার পুলিশের ইকনমিক অফেন্স ইউনিটের। ধৃত সিকন্দরের সঙ্গে গেস্ট হাউসে থাকার অভিযোগ প্রীতম কুমারের বিরুদ্ধে।
এবার বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে নিট কেলেঙ্কারির মাস্টারমাইন্ড অমিত আনন্দর ছবি পোস্ট আরজেডি-র। নিট কেলেঙ্কারি নিয়ে সংসদে বিতর্কের দাবি জয়রাম রমেশের।