RG Kar। কাকে আড়াল করার জন্য এত টাকার প্রস্তাব দিয়েছিলেন ডিসি নর্থ? প্রশ্ন চিকিৎসক সুবর্ণ গোস্বামীর
ঘরে ঢুকে টাকা দিতে চেয়েছিলেন ডিসি নর্থI বিস্ফোরক অভিযোগ নিহত নির্যাতিতার বাবার। প্রতিক্রিয়া দিতে চাননি ডিসি নর্থ। কাকে আড়াল করার জন্য এত টাকার প্রস্তাব দিয়েছিলেন ডিসি নর্থ? প্রশ্ন চিকিৎসক সুবর্ণ গোস্বামীর।
এই মুহূর্তের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
ঘরে ঢুকে টাকা দিতে চেয়েছিলেন ডিসি নর্থI ঘিরে রেখেছিল তিন থেকে ৪০০ পুলিশ। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে সামিল হয়ে বিস্ফোরক নিহত নির্যাতিতার বাবা।
সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। দেহ দাহ করতে প্রবল চাপ তৈরি করেছিল পুলিশ। চাঞ্চল্যকর দাবি পরিবারের। তড়িঘড়ি ময়নাতদন্ত নিয়েও প্রশ্ন।
সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙার সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের সম্মতিতেই। দেহ উদ্ধারের পরদিন PWD-কে লেখা সন্দীপ ঘোষের চিঠিতে উল্লেখ। সিদ্ধান্ত ছাড়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের উপরেই, দাবি স্বাস্থ্য ভবনের।
বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে পোস্টার কাকদ্বীপে। হাসপাতালে ঢুকতে দিতে নারাজ জুনিয়র ডাক্তাররা। পড়ল পোস্টার।
আর জি কর মেডিক্যালে টেন্ডার দুর্নীতিতে এবার সন্দীপ ঘোষের ব্যক্তিগত বাউন্সার আফসারের নাম। বেআইনি ভাবে আফসারের স্ত্রীর সংস্থাকে হাসপাতাল চত্বরে ক্যাফের বরাত। দাবি সিবিআইয়ের।
মাথাভাঙায় রাত দখলে হামলা শাসকের। তৃণমূলের ব্লক সভাপতির সামনেই বেধড়ক মার। মোছা হল বিচার চেয়ে লেখা গ্রাফিতি। রেহাই পেলেন না প্রবীণরাও। অবশেষে গ্রেফতার ৩।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাতদখল ঘিরে বারাসাতে তুলকালাম। প্রতিবাদীদের টেনেহিঁচড়ে সরিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক খালি করল পুলিশ। গ্রেফতার ১৮।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে একের পর এক শিল্পীর পদ ও পুরস্কার প্রত্যাখ্যান। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন সনাতন দিন্দা। রাজ্যের দেওয়া পুরস্কার ফেরালেন আরও দুই শিল্পী।