RG Kar Protest: গানে-ছবিতে-নাটকে তপন থিয়েটারে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গানে-ছবিতে-নাটকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে জমায়েত। গান গেয়ে, ছবি এঁকে, নাটকের মাধ্যমে প্রতিবাদে শামিল হন বিশিষ্টরা।
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার হলেও, এখনও নিখোঁজ ৯ জন মৎস্যজীবী। গত বুধবার নামখানা থেকে এফবি বাবা গোবিন্দ নামে ওই ট্রলারে চড়ে বেশ কয়েকজন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান। শুক্রবার গভীর রাতে বাঘেরচর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সামুদ্রিক ঝড়ে ট্রলার উল্টে যায়।৮ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, খোঁজ মেলেনি ৯ জন মৎস্যজীবীর। গতকাল দুুপুর থেকে শুরু হয় উদ্ধারকাজ। ট্রলার টেনে আনার চেষ্টা হলেও, সমুদ্র উত্তাল থাকায় বারবার বাধার মুখে পড়তে হয়। আজই নামখানার কোনও জায়গায় ট্রলারটিকে নিয়ে আসা হবে। নিখোঁজ মৎস্যজীবীরা ট্রলারের কেবিনে আটকে রয়েছেন বলে অনুমান। প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছে ৯টি পরিবার।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)