Sukanta Majumdar: লোকসভায় প্রাপ্ত ভোট বেড়েছে, '২৪-এ হেরে'২৬-এর টার্গেট বাঁধলেন সুকান্ত
Sukanta Majumdar On Kolkata BJP Meet: লোকসভার আসন সংখ্যা ১৮ থেকে ১২ হলেও ভোটবৃদ্ধির সাফাই সুকান্তর। '২৪-এ হেরে '২৬-এর টার্গেট বাঁধলেন বিজেপির রাজ্য সভাপতি '২০২১-এর বিধানসভা ভোটের থেকেও লোকসভায় প্রাপ্ত ভোট বেড়েছে। ১২১টি পুরসভার মধ্যে প্রথমবার ৬৯টিতে এগিয়ে বিজেপি। ৪৯টি বিধানসভায় ১০ হাজারের কম ভোটে পিছিয়ে আছি। এটাই প্রমাণ করছে, বিজেপি এগোচ্ছে। একত্রিত হয়ে লড়াই করতে হবে। আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু যেন মনান্তর না হয়', বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে মন্তব্য সুকান্ত মজুমদারের।
লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচনে ভরাডুবির পর আজ বিজেপির বৈঠক। দলের অন্দরে ক্ষোভের আবহেই বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক।আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক। পরপর ভোটে হারের ধাক্কার পর বিজেপির মেগা বৈঠক। বৈঠকে রয়েছেন সুকান্ত, শুভেন্দু, দিলীপ ঘোষরা। বৈঠকে সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে।ABP Ananda LIVE