SSC Update: 'আন্দোলনকারীদের দিকের ছুরির ধার বেশি', এসএসসি মামলায় মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। ABP Ananda Live
West Bengal News: 'আন্দোলনকারীদের দিকের ছুরির ধার বেশি', এসএসসি (SSC) মামলায় মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের (Debangshu Basak) ,'ছুরির ২দিক দিয়েই কাটা যায়, একদিকে আন্দোলনকারী, অন্যদিকে বিতর্কিত চাকরিপ্রাপকরা', 'যেদিকে আন্দোলনকারীরা, সেদিকের ধার বেশি, তারা আপনাদের চেয়েও গরিব', 'আন্দোলনকারীরা আপনাদের চেয়েও গরিব, তারা বেশি ক্ষতিগ্রস্ত', যারা রাস্তায় বসে আছে, চাকরি নেই তাদের কথা ভাবুন: হাইকোর্ট, 'কোনও সংস্থা বন্ধ হলে, প্রাক্তন আধিকারিক থেকে উদ্ধার সামগ্রী তদন্তে ব্যবহার করা যাবে না!' নাইসার প্রাক্তন আধিকারিকের থেকে উদ্ধার হার্ড ডিস্কের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় মন্তব্য বিচারপতির, 'মিডিয়ায় দেখানো হচ্ছে বলে মক্কেলদের সম্মানহানি বলছেন, কিন্তু তারা মামলার কথা জানতে না!' স্কুল সার্ভিস কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন বিতর্কিত চাকরিপ্রাপকদের। ABP Ananda Live