Lok Sabha Elections 2024: এবার হাতে নাতে ভুয়ো ভোটার ধরলেন সজল ঘোষ! ABP Ananda Live
ABP Ananda Live: আগের দফার ভোটগুলির মতোই এদিনও তৃণমূলের ম্যান মার্কিংয়ের মুখে পড়লেন একাধিক বিরোধী দলের প্রার্থী। আবার একাধিক বুথে গিয়ে ভুয়ো ভোটার, এমনকী ভুয়ো এজেন্টও ধরলেন প্রার্থীরাই। দিনের শেষে বরানগরে সজল ঘোষের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এদিন সজল ঘোষকে 'গো ব্যাক' স্লোগানের মুখোমুখিও পড়তে হয়।
অন্য়দিকে, বরানগরের রবীন্দ্র ভবনে ১০২ নম্বর বুথে ভুয়ো ভোটারকে তাড়া করেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। আলমবাজারে ভুয়ো ভোটার ধরলেন সজল ঘোষ। বরানগরের ৩০ নম্বর ওয়ার্ডে ফের বিক্ষোভের মুখে বিজেপি নেতা কৌস্তভ বাগচি। বরানগরে দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। তৃণমূল নেতাকর্মীর সঙ্গে বচসা। পুলিশের সঙ্গেও তর্কে জড়ালেন বিজেপি প্রার্থী। বরানগর পুুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বিকেসি কলেজের বুথের কাছেই তৃণমূলের বেআইনি জমায়েত। অভিযোগ তোলেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। পাল্টা শীলভদ্রর উদ্দেশে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ১৪ নম্বর ওয়ার্ডেই তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতি হয়।