Israel Palestine War: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইজরায়েল সফরের ঠিক আগে গাজার হাসপাতালে চলল ভয়াবহ হামলা। ABP Ananda Live
Israel Palestine Conflict: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) ইজরায়েল (Israel) সফরের ঠিক আগে গাজার হাসপাতালে চলল ভয়াবহ হামলা। ইজরায়েলি হামলায় শয়ে শয়ে প্যালেস্তাইনের (Palestine) নাগরিকের মৃত্যু (Civilian Death) হয়েছে বলে দাবি করল হামাস (Hamas)। গতকাল গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইজরায়েল হামলা চালায় বলে দাবি করেছে হামাস পরিচালিত প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক।সৌদি আরবের সংবাদমাধ্যম সূত্রে দাবি, হাসপাতালে হামলায় মৃত্য়ু হয়েছে অন্তত ৫০০ জনের। এই ঘটনায়, ৩ দিনের শোক ঘোষণা করেছেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। উত্তর গাজার এই হাসপাতালে হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে WHO. রোগী, চিকিৎসক, নার্স ছা়ড়াও ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন অনেক ঘরছাড়ারাও। ইজরায়েলি সেনার তরফে গাজার যে ২০ টি হাসপাতাল খালি করে দিতে বলা হয়েছিল, তার মধ্যে একটি এই আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতাল। কিন্তু বহু সঙ্কটজনক রোগী ভর্তি থাকায় এবং নিরাপত্তার অভাব থাকায় তা সম্ভব হয়নি। রোগীদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ছিল না পর্যাপ্ত অ্যাম্বুল্যান্সও। যদিও হামলার পিছনে ইজরায়েল ডিফেন্স ফোর্সের কোনও হাত নেই বলে সাফ জানিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।