(Source: ECI/ABP News/ABP Majha)
Chandrayan 3: ধুলোর ঝড় থামতেই ল্যান্ডার বিক্রমের ভিতর থেকে চাঁদের বুকে রোভার প্রজ্ঞান
Chandrayan 3: ধুলোর ঝড় থামতেই ল্যান্ডার বিক্রমের পেটের ভিতর থেকে চাঁদের বুকে নামল রোভার প্রজ্ঞান। চন্দ্রবক্ষে পড়ল অশোক স্তম্ভ ও ইসরোর প্রতীকের ছাপ। আগামী ১৪ দিন খুব গুরুত্বপূর্ণ। কারণ, চাঁদের একদিন পৃথিবীর ১৪ দিনের সমান। ১৪ দিন পর, চাঁদে নামবে রাত। ফলে যে জায়গায় বিক্রম ও প্রজ্ঞান আছে, সেখানে সূর্যের আলো পৌঁছবে না। আর সৌরশক্তি না মেলায় সাময়িক বিশ্রামে চলে যাবে বিক্রম ও প্রজ্ঞান। বিক্রমকে ছেড়ে প্রজ্ঞান সর্বাধিক ৫০০ মিটার দূরত্ব যেতে পারে। তবে ল্যান্ডার থেকে নামার পরেই চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করে তথ্য পাঠানোর কাজ শুরু করেছে প্রজ্ঞান। নড়াচড়া সীমাবদ্ধ হলেও, বিক্রম ও প্রজ্ঞান অনেকটা দূর পর্যন্ত দেখতে পাচ্ছে। এমন জায়গার ছবি তুলছে যা বিশ্ব প্রথমবার দেখতে পাবে। এই ছবি দেখে চাঁদের ওই এলাকার ভূ-প্রকৃতি কেমন তার একটা পরিষ্কার আঁচ পাবেন ইসরো-র বিজ্ঞানীরা। যা ভারতের পরবর্তী অভিযানের রসদ জোগাবে। এর ভিত্তিতেই ঠিক হবে আগামী চন্দ্র-অভিযানে কোন কোন বিষয় গুরুত্ব পাবে। পরের বছর জাপানের সঙ্গে হাত মিলিয়ে চাঁদের মেরু অভিযান অর্থাৎ লুনার পোলার এক্সপ্লোরার এক্সপিডিশনে নামছে ইসরো। ABP Ananda LIVE