টোকিওয় ইতিহাস গড়ে ফেরা ভারতের মহিলা হকি দলের তারকাদের বিশেষ স্বীকৃতি
টোকিওয় ইতিহাস গড়েছিল ভারতের মহিলা হকি দল। অলিম্পিক্সে প্রথমবার সেমিফাইনালে উঠেছিলেন রানি রামপালরা। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়েছিলেন ভারতের মহিলা হকি খেলোয়াড়েরা। সেই অস্ট্রেলিয়া, যারা সোনা জয়ের প্রধান দাবিদার ছিল এবং পুল এ-র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। তবে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয় ভারতের। লড়াই করেও শেষ চারের ম্যাচে আর্জেন্তিনার কাছে ২-১ গোলে হেরে যান রানি, সবিতা, বন্দনা কাতারিয়া, গুরজিৎ কউররা। পরে ব্রোঞ্জের ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে হেরে খালি হাতে ফিরতে হলেও, গোটা দেশের মুখ উজ্জ্বল করেছিলেন কোচ সুর্ড মারিনের ছাত্রীরা। বিশ্বহকির সর্বস্তরে প্রশংসিত হয়েছিল ভারতীয় মহিলা হকি খেলোয়াড়দের দুরন্ত পারফরম্যান্স।
দেশে ফেরার পর সংবর্ধনা আর অভিনন্দনবার্তায় ভাসছেন রানি-সবিতা-গুরজিৎরা। সম্প্রতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ভারতীয় মহিলা হকি দলকে সংবর্ধনা দিলেন। প্রত্যেক খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয় সাঁচি স্তুপের প্রতিকৃতি। প্রত্যেক খেলোয়াড়কে ৩১ লক্ষ টাকা করে দেওয়া হয়। রানি-গুরজিৎদের সম্মানে মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত হয়েছিল বিশেষ মধ্যাহ্নভোজ। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী যশোধরা রাজে সিন্ধিয়া, জাতীয় হকি কর্তা নরিন্দর বাত্রা। হকির উন্নতিতে পাশে থাকার বার্তা দিয়েছেন শিবরাজ সিংহ চৌহান। ভবিষ্যতে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করার প্রতিশ্রুতি দিয়েছেন রানি ও জাতীয় দলে তাঁর সতীর্থরা।