Chinmoy Krishna Das Pabhu : কেন চিন্ময়কৃষ্ণের জামিন নয়? ইউনূস সরকারের কাছে জানতে চাইল আদালত
আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সওয়াল করেন কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে আটকে রাখা হয়েছে ? কারণ রাষ্ট্রদোহিতার কোনও অভিযোগই দায়ের করেনি ইউনূস সরকার।

ঢাকা : আজও জামিন হল না রাষ্ট্রদ্রোহের মামলায় ধৃত ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের। তবে আজ বাংলাদেশ হাইকোর্ট জানতে চেয়েছে, কেন সন্ন্যাসীকে জামিন দেয়া হবে না ! বিচারপতি ইউনূস সরকারের হলফনামা তলব করেছেন। মঙ্গলবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো.আলি রেজারের বেঞ্চ চিন্ময়কৃষ্ণ জামিন মামলায় ইউসূল সরকারের কাছে এই উত্তর চেয়েছে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। সন্ন্যাসীর আইনজীবী সওয়াল করেন, ত্রাসের দেশ বাংলাদেশে দুর্গতদের জন্য লড়াই করা সন্ন্যাসীই গ্রেফতার করা হয়েছে। তাঁরা আদালতের সামনে তুলে ধরেন, কীভাবে বিনা বিচারে ৩ মাস ধরে বাংলাদশের জেলে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। তাঁর হয়ে সওয়াল করতে এসে বারবার আক্রান্ত হয়েছেন তাঁর আইনজীবীরা। হুমকির মুখেও পড়েছেন তাঁরা। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সওয়াল করেন কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে আটকে রাখা হয়েছে ? কারণ রাষ্ট্রদোহিতার কোনও অভিযোগই দায়ের করেনি ইউনূস সরকার। আদালতের কাছে তিনি আইনজীবী জানতে চান, 'শুধুমাত্র বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে কীভাবে গ্রেফতার করা হল চিন্ময়কৃষ্ণ প্রভুকে ?' এরপর আদালত সরকারের কাছে হলফনামা তলব করে। জানতে চাওয়া হয়, কেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে জামিন নয়?'
গত ২২ নভেম্বর রংপুরে সংখ্যালঘু হিন্দুদের একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তারপর দিন তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তারপর সেদিন চট্টগ্রাম আদালতের গর্জে ওঠেন চিন্ময়কৃষ্ণের অনুসারী। এরপর বারবার পিছিয়েছে চিন্ময়কৃষ্ণের জামিন মামলা। জামিনের আর্জিও খারিজ হয়েছে। এভাবেই ৩ মাস জেলে কাটিয়ে দিলেন হিন্দু সন্ন্যাসী।
তাহলে কোন মামলার ভিত্তিতে এতদিন আটকে চিন্ময় কৃষ্ণ? চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে সর্ব প্রথম রাষ্ট্র অবমাননা মামলা দায়ের করেন এক BNP নেতা। আর সেই মামলার ভিত্তিতে কীভাবেই এখনো কারাগারে তিনি। তাহলে তার জামিন হচ্ছে না কেন? সেটাই জানতে ইউনূস সরকারের থেকে হলফনামা তলব করেছে আদালত। অবশ্য, এদিনের শুনানির পর চিন্ময় কৃষ্ণ জামিন মামলায় আশার আলো দেখছেন তাঁর আইনজীবীরা। এদিকে তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত অনুগামীরা। এখন দেখার আদালতের নির্দেশের পর কী পদক্ষেপ করেন ইউনূস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
