(Source: ECI/ABP News/ABP Majha)
Insurance Policy: জীবনবিমার এই খাতে খরচ কমল সাধারণ মানুষের, কী নিয়ম জারি করল IRDAI ?
Life Insurance Surrender: IRDAI একটি বিবৃতিতে সম্প্রতি এই নতুন বিধি-বিধানগুলি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। ২০২৪ সালে IRDAI রেগুলেশনের ৬টি নতুন রেগুলেশন একত্রিত করা হয়েছে একই ফ্রেমওয়ার্কের মধ্যে।
IRDAI Rule: ভারতে শেয়ার বাজারের সমস্ত কিছুর নিয়ন্ত্রক সংস্থা যেমন সেবি, তেমনই জীবনবিমা সংস্থাগুলির নিয়ন্ত্রক হল IRDAI অর্থাৎ ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এবার এই সংস্থাই জীবনবিমার নিয়মে আনল বড় বদল। এবার থেকে বিমার পলিসি বন্ধ করতে চাইলে বা সারেন্ডার করতে চাইলে আর দিতে হবে না মোটা চার্জ। আরও কী বদল আনল IRDAI ?
রেগুলেশন সব একত্রিত করা হয়েছে
IRDAI একটি বিবৃতিতে সম্প্রতি এই নতুন বিধি-বিধানগুলি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। জানা গিয়েছে, ২০২৪ সালে IRDAI রেগুলেশনের ৬টি নতুন রেগুলেশন একত্রিত করা হয়েছে একই ফ্রেমওয়ার্কের মধ্যে। বিমা বিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে, বাজারের দ্রুত পরিবর্তনশীল চাহিদার সঙ্গে বিমা প্রদানকারী সংস্থাগুলির পাল্লা দেওয়ার সুবিধে, ব্যবসাকে আরও সহজতর করা আর জীবনবিমার আরও নতুন ক্রেতা তৈরি করার কারণেই এই রেগুলেশনগুলি একত্রিত করা হয়েছে।
১ এপ্রিল থেকেই চালু হবে এই নতুন নিয়ম
যে সমস্ত নতুন রেগুলেশন আনা হয়েছে IRDAI-এর তরফে, সেখানে ঐসমস্ত পরিবর্তনই কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে অর্থাৎ নতুন অর্থবর্ষ থেকে। আর এর মাধ্যমেই সমস্ত বিমা সংস্থাগুলি খুব সহজেই ম্যানেজমেন্ট চালাতে পারবেন।
সারেন্ডার করলে বেশি টাকা মিলবে
এবার থেকে IRDAI-এর নিয়মানুসারে বিমা সারেন্ডার করার ক্ষেত্রে কিছু বদল এসেছে। যদি কোনও বিমার গ্রাহক ম্যাচিওরিটি তারিখের আগেই বিমা বন্ধ করতে চান, সেক্ষেত্রে সমস্ত বিমা সংস্থাই কিছু চার্জ নিয়ে থাকেন। একে বলা হয় পলিসি সারেন্ডার চার্জ। IRDAI-এর নতুন নিয়ম অনুসারে, যদি কোনও বিমার পলিসি হোল্ডার চতুর্থ থেকে সপ্তম বর্ষের মধ্যে পলিসি সারেন্ডার করেন, সেক্ষেত্রে সারেন্ডার ভ্যালু অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ সারেন্ডার চার্জ এক্ষেত্রে কম লাগবে।
বিমা আর বিনিয়োগ এক নয়
অনেকক্ষেত্রে দেখা যায় বিমার এজেন্টরা গ্রাহককে ইউলিপ বা এনডাওমেন্ট প্ল্যান জাতীয় বিনিয়োগ ও বিমার মিশেল পলিসি নিতে বলেন। এক্ষেত্রে খরচ তুলনায় অনেক বেশি পড়ে। এক্ষেত্রে যত বেশি বিনিয়োগ করবেন, তত বেশি ডেথ বেনিফিট মিলবে আর তত বেশি রিটার্ন পাওয়া যাবে। তবে এর থেকে টার্ম ইনসিওরেন্স নিলে অনেক ক্ষেত্রেই খরচ অনেক বেঁচে যায়।
অনেকে আবার লম্বা মেয়াদের কথা ভেবে পলিসি টার্ম ঠিক করেন। এটাও এক ধরনের ভুল। পলিসির মেয়াদ মৃত্যু অবধি না রেখে ৬০-৭০ বয়স পর্যন্তই রাখা উচিত যাতে প্রিমিয়াম অনেক কম দিতে হয় এবং বেশি সময়ের কারণে অতিরিক্ত টাকা খরচ বাঁচে।
আরও পড়ুন: Term Insurance: কর বাঁচানোর জন্য টার্ম ইনসিওরেন্স নিচ্ছেন, এই ৫ বিষয় দেখে নিয়েছেন তো ?