Income Tax Bill : আগামী সপ্তাহেই নতুন আয়কর বিল পেশ, কী থাকবে তাতে ?
Income Tax Bill : আয়করের নতুন আইন সকলের কাছে অনেক বেশি সহজ হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এবারের বাজেটে মধ্যবিত্তকে বড় স্বস্তি দিলেন অর্থমন্ত্রী। ১২ লক্ষ পর্যন্ত আয় করা মানুষকে আর বইতে হবে না আয় করের বোঝা। আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এর ফলে বদলাতে চলেছে আয়কর আইন। আগামী সপ্তাহেই নতুন আয়কর বিল পেশ করা হবে।
অর্থমন্ত্রী জানালেন, আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। শনিবার বাজেট ঘোষণার সময়ই তিনি জানালেন, নতুন আয়কর বিলে আয়করপ্রক্রিয়া আরও সরলীকরণ করা হবে। আয়করের নতুন আইন সকলের কাছে অনেক বেশি সহজ-সরল হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আর এই আইন লাগু হলে মধ্যবিত্ত করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলে জানালেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবার জানালেন, নতুন আয়কর কোড ঘোষণা করা হবে আগামী সপ্তাহেই। এক্ষেত্রে আয়কর বিভাগের নীতি হবে প্রথমে বিশ্বাস করা, তারপরে তথ্য যাচাই করা। মনে করা হচ্ছে, নতুন আয়কর বিলের মাধ্যমে আয়কর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হবে। এতে লাভবান হবে দেশের সাধারণ মানুষ। এই নতুন আইন সাধারণের অর্থনৈতিক বৃদ্ধি সুনিশ্চিত করতে পারে, বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রীর আশ্বাস নতুন আয়কর বিলটি আয়করের হিসেবনিকেশ ও জমা করার বিষয়টি সাধারণ নাগরিকদের জন্য অনেক সহজবোধ্য করে তুলবে। বিলটি আইনে পরিণত হলে, সাধারণ মানুষের পক্ষে করের হিসেব-নিকেশ বোঝা অনেকটাই সুবিধাজনক হবে। করের বোঝাও কমবে।
এবারও বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমন মধ্যবিত্তকে বিরাট স্বস্তি দিয়েছেন। যাঁদের আয় বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত, তাঁদের কোনও আয়করই দিতে হবে না। এছাড়া সাধারণের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার তো রইলই। তাই হিসেব করলে মোট ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। নতুন প্রত্যক্ষ আয় কর সংক্রান্ত বিল আনা হতে পারে এমন একটা আভাস, মিলেছিল গত জুলাইয়ের বাজেট পেশের সময়ই। তখনই নির্মলা বলেছিলেন, বর্তমান আয়কর আইনকে তিনি পড়া ও বোঝার ক্ষেত্রে অনেকটা সরল করে দিতে চান। ১৯৬১ সালের যে আয়কর আইন এখন মেনে চলা হয়, তাতে আছে ২৩ ট অধ্যায়, ২৯৮ টি অনুচ্ছেদ। ১৯৬১ সালে আয়কর আইনকে সরলীকরণ করাই তাঁর উদ্দেশ্য। সূত্রের খবর, নতুন যে আয়কর বিল আনা হবে, তাতে এই আইনের মোট পাতার সংখ্যা প্রায় ৬০ শতাংশ কমে যাবে।
আরও পড়ুন :
১২ লক্ষ টাকা অবধি কোনও আয়কর লাগবে না
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
