Financial Rules: ১ জানুয়ারি থেকেই বদলে গেল আয়কর, ক্রেডিট কার্ড, পেনশনের এই নিয়মগুলি, কী সুবিধে হবে ?
Financial Rules Changed: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের বেশ কিছু নিয়মে বদল করা হয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে এটিএম কার্ডের মাধ্যমে পেনশন তোলার সুবিধে।
Financial Rules Changed: আয়করের নিয়মে বদল আনা হয়েছিল ২০২৪-এর বাজেটে, এবার এই নতুন বছর থেকেই এই নিয়মগুলি (Financial Rules) বদলে যাবে। ২০২৫ সালের জুলাই মাসে আপনাকে এই অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা করতে হবে। কী কী নথি লাগবে এর জন্য দেখে নিন। আয়করে সর্বোচ্চ ছাড় পেতে এখন থেকেই আপনাকে সমস্ত প্রয়োজনীয় কাজ সেরে রাখতে হবে। আয়কর রিটার্নের (Income Tax) আপডেটেড ভার্সনের ক্ষেত্রে যা যা নথি দরকার তা আপনাকে এখন থেকেই সংগ্রহ করে রাখতে হবে।
স্থায়ী আমানতের জন্য এই নিয়ম
রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদলানো হয়েছে। আপনাকে সেই বদলে যাওয়া নিয়ম মেনেই কাজ করতে হবে। স্থায়ী আমানতের জন্য নমিনির নথি জমা দেওয়া আবশ্যিক করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে এই নিয়ম। স্থায়ী আমানত থেকে টাকা তোলার নিয়ম অনেক সরলীকরণ করা হয়েছে।
দেশের যে কোনো ব্যাঙ্কের শাখা থেকে পেনশনের টাকা তোলা যাবে
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের বেশ কিছু নিয়মে বদল করা হয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে এটিএম কার্ডের মাধ্যমে পেনশন তোলার সুবিধে। আর তারপরে দেশের যে কোনো শাখা থেকে পেনশনের টাকা তোলার সুবিধে। ব্যাঙ্কের ক্ষেত্রে পেনশন সিস্টেমকে সম্পূর্ণরূপে স্বাধীন করে দেওয়া হয়েছে।
বিমানবন্দরের লাউঞ্জে ক্রেডিট কার্ডের ব্যবহার
রুপে ক্রেডিট কার্ড ব্যবহার করে বিমানবন্দরের লাউঞ্জে আপনি যদি লিমিটের বেশি খরচ করে ফেলেন তাহলে আপনি কিছু সুবিধে পাবেন। ২০২৫ সাল থেকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নিয়ম চালু করতে চলেছে। ইউপিআই পেমেন্ট থার্ড পার্টির মাধ্যমেও করা যাবে। অর্থাৎ ব্যাঙ্ক ছাড়া অন্য এজেন্সির মাধ্যমেও পেমেন্ট করা যাবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)