Google layoffs: 'কোম্পানির ইজরায়েল চুক্তির প্রতিবাদও করেননি, শুধু দাঁড়িয়ে দেখেছিলেন', তাতেই চাকরি হারালেন গুগল কর্মী
Google layoffs After Protesting Against Israel contract: গুগলের এক ছঁটাই হওয়া কর্মী জানিয়েছেন, তিনি এই প্রতিবাদে অংশ নেননি। বরং শুধুই দাঁড়িয়ে দেখছিলেন আর প্রতিবাদকারীদের কারও কারও সঙ্গে মিনিট চারেক কথা বলেছিলেন, ব্যাস এটুকুই।
নয়াদিল্লি: খুব সম্প্রতি ইজরায়েলের সরকারের সঙ্গে গুগলের ক্লাউড কম্পিউটিং চুক্তির বিরোধিতা করায় চাকরি হারিয়েছেন বহু গুগল কর্মী । বহু সংবাদমাধ্যমে দাবি, এই ইস্যুকে কেন্দ্র তকে প্রায় ৫০ জন কর্মীর চাকরি গিয়েছে। দৃষ্টিভঙ্গির ফারাক থেকেই এই চুক্তির বিরোধিতা করে সংস্থার কর্মীদের একাংশ। নো টেক ফর দ্য অ্যাপার্থাইড নামে এক কর্মী-গোষ্ঠীর তরফেই এই প্রতিবাদ দেখানো হয়। আর তারপরই প্রতিবাদীদে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় গুগল। যদিও ওই কর্মীগোষ্ঠীর অনেকেই তখন জানিয়েছিলেন, সকলেই যে প্রতিবাদে অংশ নিয়েছিলেন এমনটা নয়, অনেকে শুধু প্রতিবাদ দেখছিলেন, তারাও রয়েছেন ছাঁটাই হওয়া কর্মীদের তালিকায়। কর্মীদের অনেকেই বলেন, গুগলের মতো বিরাট মাপের কোম্পানির এই আচরণ প্রতিশোধমূলক !
এরই মধ্যে গুগলের এক ছঁটাই হওয়া কর্মী জানিয়েছেন, তিনি এই প্রতিবাদে অংশ নেননি। বরং শুধুই দাঁড়িয়ে দেখছিলেন আর প্রতিবাদকারীদের কারও কারও সঙ্গে মিনিট চারেক কথা বলেছিলেন, ব্যাস এটুকুই। সেটাও রেয়াত করেনি কোম্পানি। গুগলের এই প্রাক্তন কর্মচারী নাম প্রকাশে অনিচ্ছুক। 'দ্য ভার্জ'কে তিনি এ-কথা জানিয়েছেন।
গত মাসেই ইজরায়েলের সঙ্গে কোম্পানির ক্লাউড কম্পিউটিং চুক্তি, প্রজেক্ট নিম্বাসের প্রতিবাদ করে গুগলের রোষে পড়েন ২৮ জন কর্মচারী। তাদের সরাসরি বরখাস্ত করা হয়। এই কর্মীরা ক্যালিফোর্নিয়া এবং নিউইয়র্কের গুগল অফিসে অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলেন। এর মধ্যে কিছু কর্মী গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ানের অফিসে ঢুকে প্রতিবাদ জানায়।
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত খবর অনুযায়ী, দ্য ভার্জের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুগলের এক প্রাক্তন কর্মচারী তিন বছর ধরে কোম্পানিতে প্রযুক্তিকর্মী হিসাবে কাজ করলেন। তাঁর অভিযোগ, তিনি শুধুমাত্রই গুগলের নিউ ইয়র্ক অফিসের দশতলায় মধ্যাহ্নভোজের সময় গিয়েছিলেন। তিনি দেখেন জনা ২০ প্রতিবাদকারী মেঝেতে একই রকম টি-শার্ট পরে বসে আছেন। তাঁর দাবি, প্রতিবাদে তিনি যোগ দেননি , শুধুমাত্রই তিনি অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন। ওই কর্মচারী আরও বলেন, এরপর তিনি কাজের ডেস্কে ফিরে আসেন। সেদিন বিকেল ৫ টা নাগাদ আবার দেখতে যান বিক্ষোভকারীরা তখনও সেখানে ছিল কিনা । কয়েক মিনিটের জন্য তাদের সঙ্গে কথা বলেন।
এরপর ওই কর্মীটি একটি সোফায় বসেন। তারপর কাজ শেষে করে বেরিয়ে যান অফিস থেকে। তারপর সেদিন তিনি যখন ডিনারের জন্য বাইরে ছিলেন, তখনই তিনি গুগল থেকে একটি ই-মেল পান, যাতে তাঁকে বরখাস্ত করার কথা জানানো হয়।
আরও পড়ুন :