Share Market Update: সেনসেক্স সর্বকালীন উচ্চতা ৬১,৭৬৬-এ, বাড়ল নিফটিও
আজ সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইনফোসিস, টাটা স্টিল ও টেক মাহিন্দ্রা। এই সংস্থাগুলির শেয়ারের দর এক থেকে তিন শতাংশ করে বেড়েছে।
মুম্বই: আজ সেনসেক্স সর্বকালীন উচ্চতায় পৌঁছে গেল। ৪৫৯ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ বেড়ে সেনসেক্স পৌঁছে গেল ৬১,৭৬৬-এ। নিফটিও বেড়েছে অনেকটাই। এদিন নিফটি ১৩৮ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে পৌঁছে গেল ১৮,৪৭৭-এ। বিএসই মিডক্যাপ ইনডেক্সও ০.৯ শতাংশ বেড়েছে। বিএসই স্মলক্যাপ ইনডেক্স ০.৬ শতাংশ বেড়েছে।
আজ সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইনফোসিস, টাটা স্টিল ও টেক মাহিন্দ্রা। এই সংস্থাগুলির শেয়ারের দর এক থেকে তিন শতাংশ করে বেড়েছে। এছাড়া আইসিআইসিআই ব্যাঙ্ক, আইটিসি ও মারুতি সুজুকির শেয়ারের দরও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। দিনের শুরুতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর ৫২ সপ্তাহে সর্বোচ্চ ২,৭৪৪ টাকায় পৌঁছে যায়। দিনের শেষে অবশ্য কিছুটা কমে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর হয় ২,৭০৫ টাকা। এর ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ১৮.৫০ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল।
ধাতব বস্তু সংক্রান্ত ব্যবসার সঙ্গে যে সংস্থাগুলি জড়িত, তাদের শেয়ারের দরও আজ বেড়েছে। নিফটি মেটাল ইনডেক্স সর্বকালীন চার শতাংশ বেড়েছে। ধাতুর দর বেড়ে যাওয়ার ফলেই সংস্থাগুলির শেয়ারের দরও বেড়ে গিয়েছে। হিন্দালকো, জেএসডব্লু স্টিল ও টাটা স্টিলের শেয়ারের দর তিন থেকে পাঁচ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, এইচসিএল টেক, এম অ্যান্ড এম ও এশিয়ান পেইন্টসের দর উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। ফলে এই সংস্থাগুলি ক্ষতির মুখে পড়েছে।
গত সপ্তাহের শেষে সেনসেক্সের যে দরের হিসেব পাওয়া গিয়েছিল, তাতে উল্লেখযোগ্যভাবে লাভবান হয় এইচডিএফসি ব্যাঙ্ক। এই বেসরকারি ব্যাঙ্কের শেয়ারের দর ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ১৭.৬ শতাংশ লাভ হওয়ার ফলে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দর রেকর্ড বৃদ্ধি পেয়েছে। এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই বেসরকারি ব্যাঙ্কের শেয়ারের মোট লাভ হয়েছে ৮,৮৩৪.৩ কোটি টাকা। গত বছর এই সময়ে এইচডিএফসি ব্যাঙ্কের মোট লাভের পরিমাণ ছিল ৭,৫১৩.১ কোটি টাকা। সেটা এবার ১৭.৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।