Durga Puja Weather : পুজোর আগেই নিম্নচাপের আশঙ্কা ! ষষ্ঠী থেকে দশমী প্রবল হবে দুর্যোগ?
Weather Update : আবহাওয়া দফতরও জানিয়েছে, এখনও মৌসুমী অক্ষরেখা সরে যাচ্ছে না দক্ষিণবঙ্গের উপর থেকে। তবে তা দুর্যোগের পরিস্থিতি তৈরি করবে কি না, সেটাই চিন্তা।
কলকাতা : পুজো আসতে আর বাকি করে গোনা কয়েকটা দিন। মহালয়া পড়েছে ২ অক্টোবর। আর তারপর ৮ অক্টোবর পঞ্চমী। কিন্তু আকাশে মেঘ - রোদ্দুরের লুকোচুরি খেলা। প্রতিবছর পুজোর আগেই এই প্রশ্নটা মাথায় আসে। পুজোয় কি বৃষ্টি হবে ? এবার এই প্রশ্নটা আরও বেশি করে ভাবাচ্ছে, কারণ বঙ্গে মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগে প্রবেশ করলেও তা দক্ষিণ বঙ্গে আসতে বেশ কিছুটা দেরি করে ফেলেছে। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মাঝে বর্ষা থমকেছিল বেশ কিছুদিন। তারপর দক্ষিণে বর্ষা সেভাবে নিজের রূপ নিয়েছে অগাস্ট মাসে। আবহাওয়া দফতরও জানিয়েছে, এখনও মৌসুমী অক্ষরেখা সরে যাচ্ছে না দক্ষিণবঙ্গের উপর থেকে। তবে তা দুর্যোগের পরিস্থিতি তৈরি করবে কি না, সেটাই চিন্তা।
আবহাওয়া দফতর জানাচ্ছে, অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায় অর্থাৎ পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহবিদরা। প্রাক পুজো পর্বে আবার নিম্নচাপের আশঙ্কা তৈরি হচ্ছে । শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘুর্নাবর্ত থেকে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। আপাতভাবে নিম্নচাপ কোন অভিমুখে যায় এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই দেখার।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, পুজোর আগে বৃষ্টি বাড়বে। হয়েওছে তেমনটাই। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার যৌথ প্রভাবে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে গত কয়েকদিন। আর তার জেরে ভেসেছে দক্ষিণবঙ্গের একের পর এক গ্রাম। তবে বেসরকারি কিছু আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের পূর্বাভাস বলে, ২ থেকে ৬ অক্টোবর অবধি বাতাসে ভরপুর জলীয় বাষ্প থাকবে। মহালয়া থেকে পুজোর আগে পর্যন্ত রাজ্যের কিছু জায়গায় সাময়িক ও হালকা বৃষ্টি হতে পারে। তবে বড় দুর্যোগের তেমন ইঙ্গিত নেই। পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে।
পুজোয় আকাশ পরিষ্কার হলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাস্প থাকবে। এর জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায় ।কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
meteoprog.com জানাচ্ছে, ২ অক্টোবর বা মহালয়া থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৭ ডিগ্রির মধ্যে। এই কয়েকদিন আবহাওয়া থাকবে রৌদ্রজ্জ্বল। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তাই পুজোয় অল্প অল্প বৃষ্টি হলেও কাটবে স্বস্তিতেই।
এদিকে, প্রবল বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Coochbehar News: চিন্তার দিন শেষ, পুজোর আগেই নতুন রুটে শুরু হচ্ছে বাস পরিষেবা