Weather Forecast: পুজোর ৪ দিনে ভাসিয়ে দেবে বৃষ্টি? ৭ জেলায় সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট
Durga Pujo Weather: হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা: উমাকে বাপের বাড়িতে স্বাগত জানাতে সেজে উঠেছে প্রকৃতিও। কিন্তু সেই আকাশেই মাঝে মাঝে কালো মেঘের ঘনঘটা আর যখন তখন বৃষ্টি। পুজোতে ঠাকুর দেখায় তেমন বিঘ্ন ঘটাবে না বৃষ্টি? পুজোর কদিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই? কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?
পুজোর ক'দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি কোনও কোনও জেলার দুয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে সামনের সপ্তাহের দিনগুলিতে। তবে রাতে ও সকালের দিকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।
পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
পুজোর মধ্যে বিক্ষিপ্ত দু- এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই টানা বৃষ্টির। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।
১০ অক্টোবর পর্যন্ত বৃষ্টির পরিমান কম থাকবে। ১১ ও ১২ অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টি বাড়তে পারে। তবে সেই বৃষ্টি একটানা নয়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ক্রমশ সরে যাবে। এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে ঝাড়খন্ড থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর যা দক্ষিণ অন্ধপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূল এলাকায়। পাঞ্জাবে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা শুরু হয়েছে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
#Special Bulletin-03 : #Weather Forecast during #DurgaPuja Puja Festival, 2024 over West Bengal pic.twitter.com/DqL5np2w4U
— IMD Kolkata (@ImdKolkata) October 7, 2024
শহরে সকালের দিকে আংশিক এবং বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। বিকেলের পর হালকা থেকে মাঝারি দুই এক পশলা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জন্য বড় পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উৎসবের সুর কাটার কোনও আশঙ্কা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে আবহাওয়ার আরও একটু উন্নতি হবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আজ মঙ্গলবার উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা আছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। মূলত আংশিক মেঘলা আকাশ। কোনও কোনও জেলার দু- এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমবে। তবে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে