Eastern Railways: পূর্ব রেলের এক হাজারের বেশি কর্মী কোভিড আক্রান্ত, ক্রমশ বাড়ছে উদ্বেগ
Eastern Railways staffs have Covid: হাওড়া, বামুনগাছি ও লিলুয়ার কারশেড কর্মীরাও করোনা আক্রান্ত হয়েছেন।
সুনীত হালদার, হাওড়া: এবার করোনা থাবা রেল পরিষেবায়। গত ১ সপ্তাহে পূর্ব রেলের এক হাজারের বেশি কর্মী কোভিড আক্রান্ত। হাওড়া, মালদা, শিয়ালদা, আসানসোল ডিভিশনের কর্মীরা কোভিড আক্রান্ত হয়েছেন। চালক, টিকিট পরীক্ষক এবং আধিকারিকদের বড় অংশ আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। হাওড়া, বামুনগাছি ও লিলুয়ার কারশেড কর্মীরাও করোনা আক্রান্ত হয়েছেন। গার্ডেনরিচ রেল হাসপাতালের ডাক্তার, নার্স সহ ১০০ জন হাসপাতালে ভর্তি।
এর আগে, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময়েও একাধিক রেলকর্মী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। ফলে প্রবলভাবে আঘাতপ্রাপ্ত হয় রেল পরিষেবা। ট্রেন কমিয়ে দেওয়া হয় শিয়ালদা-হাওড়া ডিভিশনে। আবারও ওমিক্রনের হানা আসায়, রেলকর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন, আজ থেকেই ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো
ডিসেম্বরের শেষে শিয়ালদা (Sealdah) ডিভিশনের এক রেলকর্মী কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে (Omicron) আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছিল। রেল সূত্রে খবর, কয়েকদিন আগে সিগন্যাল ও টেলিকম বিভাগের ওই কর্মী কোভিডে আক্রান্ত (Covid Positive) হন। এরপর তাঁর ওমিক্রন পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। অন্যদিকে, রেলের আরও ৫-৬ জন কর্মীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে বলে রেল সূত্রে খবর।
রেল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই রেলের একাধিক কর্মী কোভিডে আক্রান্ত হচ্ছেন। এঁদের মধ্যে কিছুজনের উপসর্গ দেখে ওমিক্রন বলে সন্দেহ করা হয়েছিল। সেরকমই সিগন্যাল ও টেলিকম বিভাগের ওই কর্মীর উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। এরপর তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়। এরপর সেই রিপোর্ট এলে জানা যায় তিনি ওমিক্রন আক্রান্ত। সম্প্রতি তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে রেল সূত্রে খবর, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। ওমিক্রন সন্দেহে আরও পাঁচ থেকে ছয় জনের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য।