Howrah news: আমতায় রাতের অন্ধকারে রমরমিয়ে চলছে বালি পাচার, নির্বিকার প্রশাসন
Amta News: মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরেও আমতায় রাতের অন্ধকারে অবৈধভাবে বালি তোলা ও পাচারের কাজ চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। পুলিশ সবকিছু জেনেও কিছু বলছে না বলে অভিযোগ।
সুনীত হালদার, আমতা: সোমবার নবান্ন সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বালি এবং পাথর পাচার নিয়ে প্রশাসনিক কর্তাদের কার্যত ধমক দেন! তিনি বলেন, লরিতে ওভারলোডিং করে পাথর এবং বালি পাচার হচ্ছে। তারপরও হুঁশ ফেরেনি প্রশাসনের। হাওড়ার (Howrah) আমতা (Amta) এক নম্বর ব্লকের দামোদর নদীর মান্দারিয়া খালের ধার থেকে পুলিশ এবং প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে বালি খাদান থেকে বালি পাচার। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বড় বড় লরিতে খালের পাশ থেকে বালি তুলে তা পাচার করে দিচ্ছে বিভিন্ন জেলায়। কাজ চলছে রাত এগারোটা থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত।
গ্রামবাসীদের অভিযোগ, আমতা সেচ দফতর অফিসের দু-কিলোমিটারের মধ্যে অবৈধভাবে খাল কেটে বালি তোলার কাজ চলছে। আমতা এক নম্বর ব্লকের মান্দারিয়া খালের উপর মান্দারিয়া সেতু। একদিকে রসপুর গ্রাম পঞ্চায়েত অন্যদিকে সিরাজবাটি গ্রাম পঞ্চায়েত। সেতু থেকে কয়েকশো মিটারের মধ্যে রাতের অন্ধকারে চলছে এই অবৈধ কারবার। রাতের অন্ধকারে রীতিমতো পাইপলাইন বসিয়ে চলছে অবৈধভাবে বালি তোলার কাজ। এর ফলে এই বর্ষায় নদী বাঁধে বড় ধরনের ধসের আশঙ্কা করছেন গ্রামবাসীরা। পাশাপাশি নিজেদের বাড়ি সহ সেতুতে বড়সড় ক্ষতি হতে পারে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।
তাঁরা জানিয়েছেন, রাতের নির্জনতার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করেই লরি লরি বালি তুলে নিয়ে চলে যাচ্ছে। আমতা থানার পুলিশ সবকিছু দেখেও চোখে ঠুলি পড়ে আছে। প্রতিবাদ করলে দুষ্কৃতীরা তাঁদের হুমকি দিচ্ছে। কেউ কেউ আবার দাবি করে, তাদের কাছে সরকারি অনুমতিপত্র আছে। যদিও প্রশাসন সূত্রে খবর, গত ৬ মাস ধরে বালি তোলার কাজ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
এদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন এলাকার মহিলারা। ইতিমধ্যেই আমতা ১ নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিতভাবে জমা দিয়েছেন অভিযোগ। এই চক্রের পিছনে রাজ্যের শাসকদলের স্থানীয় নেতাদের মদত আছে বলে অভিযোগ। যদিও তাঁরা সামনে আসছেন না। এই ঘটনা সম্পর্কে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি জানান, ঘটনাটি ইতিমধ্যেই তাঁদের নজর এসেছে। সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। কোনওরকম অবৈধ কাজ চলতে দেওয়া হবে না। ইতিমধ্যেই আমতা এক নম্বর ব্লকের বিডিও এবং আমতা থানার পুলিশ আধিকারিককে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি সেচ দফতরের এসডিওকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমতা থানায় একটি এফআইআর দায়ের করা হয় এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করা যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সরকারি স্কুলের জমি দখল করে দোতলা বাড়ি ও দোকান, কাটমানি নেওয়ায় অভিযুক্ত তৃণমূলের প্রধান