Jadavpur University : ছাত্রমৃত্যুর ৪০ দিন পর ফিরল হুঁশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একাধিক নিয়ম জারি কর্তৃপক্ষের
Kolkata News : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১৫ টি হোস্টেলে ২ হাজারেরও বেশি পড়ুয়া থাকেন।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ছাত্রমৃত্যুর ১ মাস ১০ দিন পর অবশেষে হুঁশ ফিরল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের। হোস্টেলে থাকা ছাত্রদের জন্য একাধিক নিয়ম জারি করল কর্তৃপক্ষ। পাশাপাশি হোস্টেলে বহিরাগতদের আসা-যাওয়ার লাগাম পরাতেও একগুচ্ছ নিয়মের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তি ডিন অফ স্টুডেন্টস-এর। প্রসঙ্গত, ছাত্রমৃত্যুর মাসখানেক পরে শেষমেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসতে শুরু করেছে সিসিটিভি ক্যামেরা। এবার জারি হল হোস্টেলে থাকা পড়ুয়াদের জন্য নিয়মবিধি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস-এর (Dean of Students) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১০ টার পর হস্টেলের বাইরে থাকতে পারবেন না পড়ুয়ারা। যদি কোনও পড়ুয়া রাত ১০ টার পর হোস্টেলের বাইরে থাকেন, সেক্ষেত্রে হোস্টেল সুপারের থেকে নিতে হবে ছাড়পত্র। পাশাপাশি নির্দেশিকায় জানানো হয়েছে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে হস্টেলের গেট। হস্টেলে অনুপস্থিত থাকলে লাগবে সুপারের অগ্রিম অনুমতি। পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখ, হোস্টেলে আগত ভিজিটরদের পরিচয়পত্র বাধ্যতামূলক, রেজিস্টারে লিখতে হবে নাম ঠিকানা, ফোন নম্বর। সঙ্গে আবাসিক পড়ুয়াদেরও হস্টেলের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বিজ্ঞপ্তিতে সাফ উল্লেখ, প্রয়োজনে হোস্টেলের বোর্ডারদের থেকে তাঁদের কার্ড দেখতে চাইলে তা দেখাতে হবে।
যে বিজ্ঞপ্তি সামনে আসার পরে অনেকের বক্তব্য, এই নিয়মকানুন যে কোনও হোস্টেলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে থাকে। সেগুলোই এতদিন সঠিকভাবে ছিল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। প্রসঙ্গত, যাদবপুরের ১৫ টি হোস্টেলে ২ হাজারেরও বেশি পড়ুয়া থাকেন। তাঁদের নিরাপত্তার পাশাপাশি ছাত্রমৃত্যুর ৪০ দিন পর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি দেখে অনেকেই আপশোশ, যদি সঠিক সময়ে এই বিজ্ঞপ্তি (Circular) জারি হত ও সেখানে লেখা নিয়মবিধিগুলো সঠিকভাবে পালন করা হত, তাহলে হয়তো অকালে এভাবে ঝরে যেত না নদিয়ার ছাত্রের তরতাজা প্রাণ। ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে রাজ্যের অন্যতম বিশ্ববিদ্যালয়ে সন্তানকে পাঠানো অভিভাবকদের শোক চেপে কান্না ভেজা চোখে ফিরতে হত না তাঁদের সন্তানের নিথর দেহ নিয়ে।
আরও পড়ুন- নেই কোনও ওষুধ, অত্যন্ত বেশি মারণ ক্ষমতা, নিপা ভাইরাস নিয়ে উদ্বেগে চিকিৎসকরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন