Examination Pass Fail System: অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাশ-ফেল, নতুন শিক্ষানীতি কেন্দ্রের
Pass Fail System: পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত, জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নতুন শিক্ষানীতি, অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাশ-ফেল। অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণিতে হবে পরীক্ষা। পরীক্ষায় পাশ করতে হবে, না পারলে আরেকবার সুযোগ। পরীক্ষায় পাস-ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়। পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত, জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব।
আজই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছে যে ক্লাস এইট পর্যন্ত ফেল না করানোর জন্য যে সিদ্ধান্ত চালু রয়েছে বর্তমানে তা প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ অষ্টম শ্রেণি পর্যন্ত যে টানা পাশ করিয়ে দেওয়ার রীতি এতদিন ছিল তা বন্ধ হবে। বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সমস্ত শ্রেণিতেই। তবে পঞ্চম এবং অষ্টম শ্রেণির পরীক্ষায় পাশ করতেই হবে পরীক্ষার্থীদের। যদি কোনও পরীক্ষার্থী পাশ করতে না পারে তাহলে ফলপ্রকাশের পর ২ মাস সময় পাবে সে। এই ২ মাস পর আবার পরীক্ষায় বসতে হবে। সেইবারেও উত্তীর্ণ হতে না পারলে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে যাওয়া কিংবা অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে যাওয়ার সুযোগ পাবে না ওই পড়ুয়া। অর্থাৎ পাশ না করেও যে নতুন একটানা যে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিষয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু ছিল তা এবার বন্ধ হতে চলেছে।
তবে কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে যে কোনও পড়ুয়া যদি পাশ করতে না পারে তাহলে তাকে পাশ করানোর দায়িত্ব স্কুলকেই নিতে হবে। অকৃতকার্য হওয়া ওই পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না কোনও ভাবেই। অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল করলে কোনও পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। ২০০৯ সালে ইউপিএ আমলে শিক্ষার অধিকার আইন, যে নীতি চালু হয়েছিল সেখানে বলা হয়েছিল অষ্টম শ্রেণি পর্যন্ত, অর্থাৎ ১৪ বছর পর্যন্ত কোনও পড়ুয়াকে ফেল করানো যাবে না। সেই নীতিই এবার বাতিল করল মোদি সরকার। পঞ্চম এবং অষ্টম শ্রেণির পরীক্ষায় পাশ করতেই হবে পড়ুয়াদের। কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন, যেসমস্ত পড়ুয়ারা পড়াশোনায় কোনও কারণে কমজোরি তাদের প্রতিও বিশেষ নজর দেওয়া সম্ভব হবে এই নয়া নিয়মের মাধ্যমে। কেন্দ্রের নতুন নিয়মে পড়াশোনার এবং পড়ুয়াদের মান আরও উন্নত হবে বলেই আশাবাদী তারা।
Education Loan Information:
Calculate Education Loan EMI