WB By Election 2024: 'RG কর সাজানো ঘটনা, মমতাই সঠিক ব্যক্তিত্ব..' ! বাংলায় ৬ কেন্দ্রে জয়ের পর বিস্ফোরক TMC নেতা
Bankura TMC Leader RG Kar Case: রাজ্যের ৬ কেন্দ্রেই তৃণমূলের জয়ের পর, আরজি কর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য বাঁকুড়া তৃণমূল নেতৃত্বের, কী বললেন শাসকনেতা ?
বাঁকুড়া: আরজিকর কাণ্ডের ১০০ দিন ইতিমধ্যেই পার হয়েছে। প্রতিবাদ মিছিলে মমতার সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বারবার বিরোধীরা। এদিকে আজ রাজ্যের ৬ কেন্দ্রেই তৃণমূলের জয়ের পর বিস্ফোরক মন্তব্য বাঁকুড়া তৃণমূল নেতৃত্বের। এদিন বাঁকুড়ার শাসক নেতা বলেন, 'RG কর সাজানো ঘটনা, মমতাই সঠিক ব্যক্তিত্ব..' !
শাসকনেতার দাবি, ঐতিহাসিক জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের যে অগাধ আস্থা, অগাধ বিশ্বাস, সেই আস্থা ও বিশ্বাসের জয়। আরজি করকে কেন্দ্র করে, যেভাবে সারা পশ্চিমবাংলায় সিপিএম এবং বিজেপি, পশ্চিমবাংলাকে ভারতবর্ষের বুকে কালিমালিপ্ত করতে চেয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চেয়েছিল, তার বিরুদ্ধে একটা ঐতিহাসিক মতদান পশ্চিমবাংলার মানুষের। তাঁরা বুঝিয়ে দিয়েছে, আরজি কর সাজানো ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ব্যাক্তিত্ব।'
প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পর থেকেই বিরোধীদের নিশানায় শাসকদল। একদিকে সারাদেশে প্রতিবাদের ঢেউ, তার উপরে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন চলছিল। সব মিলিয়ে উত্তাল ছিল পরিস্থিতি। এমনকি শেষঅবধি জুনিয়র ডাক্তারদের কাছে নিজে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'চেয়ার চাও নাকি বিচার ?' ওপারে তখন জুনিয়র চিকিৎসকরা বলেছিলেন,' ম্যাডাম আমরা বিচার চাই। ' যদিও তারপরেও প্রতিবাদ থেমে থাকেনি। সম্প্রতি ১০০ দিন পার হয়েছে আরজিকর কাণ্ডের। চলছে 'সুপ্রিম' শুনানি। যদিও এখন প্রশ্নের সমুদ্র নির্যাতিতার পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে।
রাজ্যে বিধানসভা উপনির্বাচনেও সবুজ-ঝড়। ৬টি আসনেই জয়ী তৃণমূল প্রার্থী। বিজেপির কাছ থেকে মাদারিহাট বিধানসভাও ছিনিয়ে নিল তৃণমূল। দুই কেন্দ্রে জয়ের ব্যবধান একলক্ষ ছাড়াল।গণনা কেন্দ্রের সামনেই সবুজ আবির ওড়ালেন শাসকদলের কর্মী, সমর্থকরা। বিধানসভা, লোকসভা ভোটের পর এবার বিধানসভা উপনির্বাচনেও সবুজে সবুজ।কার্যত ছয়ে ছক্কা হাঁকাল তৃণমূল।৬টি বিধানসভা আসনেই জয়ী হলেন শাসকদলের প্রার্থীরা।উপনির্বাচনে মাদারিহাট আসনও হাতছাড়া হল বিজেপির।
আরও পড়ুন, 'ভয় দেখিয়ে ভোট', কমিশনের ঘাড়েই দায় ঠেলার চেষ্টায় অর্জুন
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।